ইমরান হাশমির সঙ্গে গভীর চুম্বনের দৃশ্য করেছেন এই অভিনেত্রী, বর্তমানে তিনি একজন ভারতীয় ক্রিকেট তারকার ঘরণী; শুনে নিন এই তারকা-জুটির অনন্য প্রেমকাহিনি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Harbhajan Singh Love Story: ২০১৫ সালে বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হরভজন। একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে গীতা বসরাকে। অভিনেত্রীকেও বেশ পছন্দই ছিল হরভজনের। জেনে নেওয়া যাক, কীভাবে হরভজন সিং এবং গীতা বসরার আলাপ হয়েছিল ৷
ভারতীয় দলের বহু ক্রিকেটারই বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেম করেছেন, এমনকী গাঁটছড়াও বেঁধেছেন। আসলে বাইশ গজ আর রুপোলি দুনিয়ার প্রেম তো সর্বজনবিদিত। মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের জুটি থেকে থেকে শুরু করে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার জুটি কিংবা জাহির খান ও সাগরিকা ঘাটগের জুটিও রয়েছে এই তালিকায়। আবার অভিনেত্রী-ক্রিকেট তারকা জুটির এই তালিকায় রয়েছেন হরভজন সিংও।
advertisement
advertisement
আসলে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে জয়ের পরে হরভজন সিংকে কল করেছিলেন গীতা। এমনকী জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছিলেন। এরপরে আইপিএল দেখার জন্য গীতাকে প্রস্তাব পাঠিয়েছিলেন হরভজন সিং। কিন্তু আইপিএল দেখতে যাননি অভিনেত্রী। যদিও দিন কয়েক পরে তাঁদের দেখা-সাক্ষাৎ শুরু হয়। আর এর ফলে তাঁরা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। বাড়ে ঘনিষ্ঠতাও। এরপর হরভজন যখন গীতাকে প্রেমের প্রস্তাব দেন, তখন এর জন্য প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। আসলে নিজের কেরিয়ার নিয়ে সেই সময় যথেষ্ট উদ্বেগে ছিলেন গীতা।
advertisement
advertisement
advertisement
এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, বেশ কিছু বলিউডি ছবিতে অভিনয় করেছেন গীতা বসরা। এমনকী ইমরান হাশমির সঙ্গে চুম্বনের দৃশ্যেও অভিনয় করেছিলেন তিনি। ‘দ্য ট্রেন’ ছবিতে ইমরান আর গীতার প্রেমের রসায়ন সকলের নজর কেড়ে নিয়েছিল। এর পাশাপাশি ইমরান হাশমির সঙ্গে ‘দিল দিয়া হ্যায়’ ছবিতেও অভিনয় করেছিলেন গীতা। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এছাড়া দশটিরও বেশি ছবিতে কাজ করেছেন হরভজন-ঘরণী।