D Gukesh: ১৮ বছর বয়সি দাবাড়ু ডি গুকেশের বিশ্বজয়! বাংলায় ‘গুকেশ’ নামের মানে কী? জানেন না ৯৯% বাঙালিই

Last Updated:
D Gukesh name meaning: বহুচর্চিত এই দাবাড়ুর নামও এখন বেশ আলোচিত। প্রশ্ন উঠেছে তাঁর নামের অর্থ কী। বাংলায় আক্ষরিক অর্থ করে অনর্থক হাসাহাসিও কম হচ্ছে না। সেটা না করে জেনে নিন তাঁর নামের আসল অর্থ।
1/7
সাদা কালো ৬৪ খোপের খেলায় ফের বিশ্বজয় ভারতের। সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন দাবাড়ু ডি গুকেশ। চিনের ডিং লিরেনকে পরাজিত করে খেতাব জয় করেছেন ১৮ বছর বয়সি এই তরুণ তুর্কি।
সাদা কালো ৬৪ খোপের খেলায় ফের বিশ্বজয় ভারতের। সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন দাবাড়ু ডি গুকেশ। চিনের ডিং লিরেনকে পরাজিত করে খেতাব জয় করেছেন ১৮ বছর বয়সি এই তরুণ তুর্কি।
advertisement
2/7
কালো ঘুঁটি নিয়ে খেলেছেন তামিলনাড়ুর দাবাড়ু গুকেশ ডোম্মারাজু। দাবার দুনিয়ায় তিনি পরিচিত ডি গুকেশ। ৭.৫-৬.৫ ফলাফলে হারিয়ে দিয়েছেন চিনের প্রতিপক্ষকে।
কালো ঘুঁটি নিয়ে খেলেছেন তামিলনাড়ুর দাবাড়ু গুকেশ ডোম্মারাজু। দাবার দুনিয়ায় তিনি পরিচিত ডি গুকেশ। ৭.৫-৬.৫ ফলাফলে হারিয়ে দিয়েছেন চিনের প্রতিপক্ষকে।
advertisement
3/7
বহুচর্চিত এই দাবাড়ুর নামও এখন বেশ আলোচিত। প্রশ্ন উঠেছে তাঁর নামের অর্থ কী। বাংলায় আক্ষরিক অর্থ করে অনর্থক হাসাহাসিও কম হচ্ছে না। সেটা না করে জেনে নিন তাঁর নামের আসল অর্থ।
বহুচর্চিত এই দাবাড়ুর নামও এখন বেশ আলোচিত। প্রশ্ন উঠেছে তাঁর নামের অর্থ কী। বাংলায় আক্ষরিক অর্থ করে অনর্থক হাসাহাসিও কম হচ্ছে না। সেটা না করে জেনে নিন তাঁর নামের আসল অর্থ।
advertisement
4/7
সংস্কৃতে গুকেশ্বর বা গুয়াকেশ্বর শব্দের অর্থ পাহাড়ের ঈশ্বর। সেদিক থেকে এই নামের অর্থ হতে পারে গিরীশ বা শিব। যাঁকে পর্বতের ঈশ্বর বলা হয়।
সংস্কৃতে গুকেশ্বর বা গুয়াকেশ্বর শব্দের অর্থ পাহাড়ের ঈশ্বর। সেদিক থেকে এই নামের অর্থ হতে পারে গিরীশ বা শিব। যাঁকে পর্বতের ঈশ্বর বলা হয়।
advertisement
5/7
আবার হিমালয়কে পর্বতরাজির ঈশ্বর বলে মান্যতা দিলে গুকেশ মানে হিমালয় পর্বত।
আবার হিমালয়কে পর্বতরাজির ঈশ্বর বলে মান্যতা দিলে গুকেশ মানে হিমালয় পর্বত।
advertisement
6/7
সংস্কৃতে ‘গু’ শব্দের অর্থ কালো। সেদিক থেকে গুকেশ শব্দের অর্থ যে ব্যক্তির দীর্ঘ কালো চুল বা কেশরাজি রয়েছে।
সংস্কৃতে ‘গু’ শব্দের অর্থ কালো। সেদিক থেকে গুকেশ শব্দের অর্থ যে ব্যক্তির দীর্ঘ কালো চুল বা কেশরাজি রয়েছে।
advertisement
7/7
তবে দেবাদিদেব মহাদেবের এক নাম অর্থেই বেশি ব্যবহৃত হয় গুকেশ শব্দটি। তামিল ভাষায় নবজাতকদের নামকরণের ক্ষেত্রে ‘গুকেশ’ নামটি বেশ জনপ্রিয়।
তবে দেবাদিদেব মহাদেবের এক নাম অর্থেই বেশি ব্যবহৃত হয় গুকেশ শব্দটি। তামিল ভাষায় নবজাতকদের নামকরণের ক্ষেত্রে ‘গুকেশ’ নামটি বেশ জনপ্রিয়।
advertisement
advertisement
advertisement