সৌরভ সম্পর্কে তিনি বলেন, ও ট্রেনিংয়ে পরিশ্রম করতে চাইত না। নিজের খেলার উন্নতি করতে চাইত না। ও স্রেফ ক্যাপ্টেন হিসাবে দলে থাকতে চাইত। যাতে সব কিছু ও নিয়ন্ত্রণ করতে পারে। রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল সাফল্য পাচ্ছিল। রাহুল দলটাকে বিশ্বসেরা করতে চেয়েছিল। তবে দলের অনেকে সেটা চাইত না। অনেকে চাইত যেভাবেই হোক যেন দলে থাকতে পারে! বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও এর পর আমার উপর চাপ বাড়াতে থাকে। আসলে ভারতীয় দলে ওদেরও সময় শেষ হয়ে আসছিল।
চ্যাপেল আরও বলেন, সৌরভ বাদ পড়ার পর থেকেই অনেক সিনিয়র সতর্ক হয়। কিন্তু সৌরভ আবার দলে ফিরে আসতেই সেইসব সিনিয়র ক্রিকেটাররা প্রতিরোধ গড়ে তুলতে থাকে। আমি আর ওই চাপের মধ্যে কাজ করতে চাইনি। ভারতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু প্রচুর সমস্যা হচ্ছিল। ক্যাপ্টেন সৌরভকে নিয়েও সমস্য়া হচ্ছিল।