হোম » ছবি » খেলা » পুরনো ঘা খোঁচালেন গ্রেগ চ্যাপেল! 'ও পরিশ্রম করতে চাইত না', ফের সৌরভকে আক্রমণ

পুরনো ঘা খুঁচিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল! 'ও পরিশ্রম করতে চাইত না', ফের সৌরভকে আক্রমণ

  • Bangla Digital Desk

  • 15

    পুরনো ঘা খুঁচিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল! 'ও পরিশ্রম করতে চাইত না', ফের সৌরভকে আক্রমণ

    পুরনো ঘা নতুন করে খুঁচিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন, সময় বয়ে গেলেও তিনি পুরনো ঝামেলার কথা ভুলতে পারেননি। একটি পডকাস্ট শো-তে ফের সৌরভ গাঙ্গুলিকে আক্রমণ করলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। আর এবারও তিনি সমান আক্রমণাত্মক।

    MORE
    GALLERIES

  • 25

    পুরনো ঘা খুঁচিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল! 'ও পরিশ্রম করতে চাইত না', ফের সৌরভকে আক্রমণ

    ক্যাপ্টেন সৌরভ ও কোচ চ্যাপেলের পুরনো কাজিয়ার কথা ভারতীয় ক্রিকেটমহলে কে না জানে! কিন্তু সেই পুরনো কাসুন্দি যে চ্যাপেল বারবার ঘেঁটে দেবেন, কে জানত! তিনি সুযোগ পেলেই সৌরভকে এখনও আক্রমণ করেন। যে কোনও মঞ্চ থেকেই।

    MORE
    GALLERIES

  • 35

    পুরনো ঘা খুঁচিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল! 'ও পরিশ্রম করতে চাইত না', ফের সৌরভকে আক্রমণ

    এদিন চ্যাপেল বলেছেন, সৌরভের কথাতেই আমি ভারতীয় দলের কোচ হয়েছিলাম। ওই দলের সংস্কৃতি বদলাতে চেয়েছিলাম আমি। কিন্তু পরের দিকে সব কিছু বদলাতে শুরু করে। বিসিসিআই আমাকে নতুন করে চুক্তি করার প্রস্তাব দিয়েছিল। আমি রাজি হইনি। আসলে আমি আর ওই চাপের মধ্যে কাজ করতে চাইনি।

    MORE
    GALLERIES

  • 45

    পুরনো ঘা খুঁচিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল! 'ও পরিশ্রম করতে চাইত না', ফের সৌরভকে আক্রমণ

    সৌরভ সম্পর্কে তিনি বলেন, ও ট্রেনিংয়ে পরিশ্রম করতে চাইত না। নিজের খেলার উন্নতি করতে চাইত না। ও স্রেফ ক্যাপ্টেন হিসাবে দলে থাকতে চাইত। যাতে সব কিছু ও নিয়ন্ত্রণ করতে পারে। রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল সাফল্য পাচ্ছিল। রাহুল দলটাকে বিশ্বসেরা করতে চেয়েছিল। তবে দলের অনেকে সেটা চাইত না। অনেকে চাইত যেভাবেই হোক যেন দলে থাকতে পারে! বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও এর পর আমার উপর চাপ বাড়াতে থাকে। আসলে ভারতীয় দলে ওদেরও সময় শেষ হয়ে আসছিল।

    MORE
    GALLERIES

  • 55

    পুরনো ঘা খুঁচিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল! 'ও পরিশ্রম করতে চাইত না', ফের সৌরভকে আক্রমণ

    চ্যাপেল আরও বলেন, সৌরভ বাদ পড়ার পর থেকেই অনেক সিনিয়র সতর্ক হয়। কিন্তু সৌরভ আবার দলে ফিরে আসতেই সেইসব সিনিয়র ক্রিকেটাররা প্রতিরোধ গড়ে তুলতে থাকে। আমি আর ওই চাপের মধ্যে কাজ করতে চাইনি। ভারতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু প্রচুর সমস্যা হচ্ছিল। ক্যাপ্টেন সৌরভকে নিয়েও সমস্য়া হচ্ছিল।

    MORE
    GALLERIES