`ঘরওয়ালি –বাহারওয়ালি’ নয়, দো ঘরওয়ালিকে নিয়েই ঘর বাঁধছেন রোনাল্ডিনহো, চিনে নিন

Last Updated:
1/7
ফুটবল মহলে যতদিন বল পায়ে ছিলেন, ততদিন ব্রাজিলের জার্সি গায়ে হোক বা বার্সেলোনার জার্সি গায়ে মন জিতেছেন সমস্ত ফুটবলপ্রেমী জনতার ৷ তিনি রোনাল্ডিনিহো ৷ পুরো ফিল্মি কায়দায় একইসঙ্গে দুই বান্ধবীকেই বিয়ে করতে চলেছেন তিনি ৷ দু‘জনকেই এনগেজমেন্ট রিংও দিয়েছেন সাম্বা তারকা ৷  Photo Courtesy – News 18 Creative
ফুটবল মহলে যতদিন বল পায়ে ছিলেন, ততদিন ব্রাজিলের জার্সি গায়ে হোক বা বার্সেলোনার জার্সি গায়ে মন জিতেছেন সমস্ত ফুটবলপ্রেমী জনতার ৷ তিনি রোনাল্ডিনিহো ৷ পুরো ফিল্মি কায়দায় একইসঙ্গে দুই বান্ধবীকেই বিয়ে করতে চলেছেন তিনি ৷ দু‘জনকেই এনগেজমেন্ট রিংও দিয়েছেন সাম্বা তারকা ৷ Photo Courtesy – News 18 Creative
advertisement
2/7
সংবাদমাধ্যমের দাবি প্রিসিলা কোয়েলহ এবং বিয়াত্রিজ সুজা এই দুইজন রোনাল্ডিনিহোর পাত্রী ৷ অগাস্ট মাসে হবে বিয়ে ৷ রিও ডি জেনেইরোর তিজুকায় ২০১৫ সাল থেকে বাস করছেন রোনাল্ডিনিহো ৷ সেখানেই হবে বিয়ে ৷ Photo Courtesy Facebook
সংবাদমাধ্যমের দাবি প্রিসিলা কোয়েলহ এবং বিয়াত্রিজ সুজা এই দুইজন রোনাল্ডিনিহোর পাত্রী ৷ অগাস্ট মাসে হবে বিয়ে ৷ রিও ডি জেনেইরোর তিজুকায় ২০১৫ সাল থেকে বাস করছেন রোনাল্ডিনিহো ৷ সেখানেই হবে বিয়ে ৷ Photo Courtesy Facebook
advertisement
3/7
প্রিসিলা কোয়েলহকে ২০১২ সাল থেকে আলাপ রোনাল্ডিনিহোর ৷ ৭ বছরের সম্পর্কের শুরু যখন ব্রাজিলিয়ান তারকা বেলো হোরাইজেন্তের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরিওতে খেলতে গিয়েছিলেন ৷ Photo Courtesy Facebook
প্রিসিলা কোয়েলহকে ২০১২ সাল থেকে আলাপ রোনাল্ডিনিহোর ৷ ৭ বছরের সম্পর্কের শুরু যখন ব্রাজিলিয়ান তারকা বেলো হোরাইজেন্তের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরিওতে খেলতে গিয়েছিলেন ৷ Photo Courtesy Facebook
advertisement
4/7
প্রিসিলা শহরের মূল বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল কমিউনিকেশন নিয়ে পড়েছেন এবং এখন কাজ করেন একটি খননকারী কোম্পানির হয়ে ৷ Photo Courtesy Facebook
প্রিসিলা শহরের মূল বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল কমিউনিকেশন নিয়ে পড়েছেন এবং এখন কাজ করেন একটি খননকারী কোম্পানির হয়ে ৷ Photo Courtesy Facebook
advertisement
5/7
এদিকে হঠাৎই একদিন প্রিসিলা আবিষ্কার করেন রোনাল্ডিনিহো তাঁর জন্য যে উপহার আনেন সেই একই উপহার আরও একটি মেয়ের জন্যেও আনেন ৷ এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় ৷ এই সময়েই চিত্রনাট্যে প্রবেশ বিয়াত্রিজ সুজা-র ৷ Photo Courtesy Facebook
এদিকে হঠাৎই একদিন প্রিসিলা আবিষ্কার করেন রোনাল্ডিনিহো তাঁর জন্য যে উপহার আনেন সেই একই উপহার আরও একটি মেয়ের জন্যেও আনেন ৷ এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় ৷ এই সময়েই চিত্রনাট্যে প্রবেশ বিয়াত্রিজ সুজা-র ৷ Photo Courtesy Facebook
advertisement
6/7
বিয়াত্রিজও বুঝেছিলেন রোনাল্ডিনিহোর জীবনে আরও একজন কেউ আছেন ৷ ধীরে ধীরে একই শহরের এই দুই মহিলা ও রোনাল্ডিনিহো বন্ধু হয়ে ওঠেন ৷ এবার তাঁরা একইসঙ্গে জীবন কাটাতে চলেছেন ৷ Photo Courtesy Facebook
বিয়াত্রিজও বুঝেছিলেন রোনাল্ডিনিহোর জীবনে আরও একজন কেউ আছেন ৷ ধীরে ধীরে একই শহরের এই দুই মহিলা ও রোনাল্ডিনিহো বন্ধু হয়ে ওঠেন ৷ এবার তাঁরা একইসঙ্গে জীবন কাটাতে চলেছেন ৷ Photo Courtesy Facebook
advertisement
7/7
 দু‘জনকে খুশি রাখার জন্য একই হাতখরচ দেন সাম্বা তারকা ৷ পাশাপাশি একই উপহার থেকে শুরু করে সব কিছু আসে দু‘জনের জন্যেই ৷ এবার দু‘জনকেই ঘরণী করতে চলছেন তিনি ৷ যদিও রোনাল্ডিনিহোর এই বহুগামিতায় সায় নেই তাঁর পরিবারের ৷
দু‘জনকে খুশি রাখার জন্য একই হাতখরচ দেন সাম্বা তারকা ৷ পাশাপাশি একই উপহার থেকে শুরু করে সব কিছু আসে দু‘জনের জন্যেই ৷ এবার দু‘জনকেই ঘরণী করতে চলছেন তিনি ৷ যদিও রোনাল্ডিনিহোর এই বহুগামিতায় সায় নেই তাঁর পরিবারের ৷
advertisement
advertisement
advertisement