Euro 2020: এসব কী প্রশ্ন! সাংবাদিক বৈঠকের মাঝেই উঠে গেলেন বেল

Last Updated:
সাংবাদিকের কড়া প্রশ্ন পছন্দ হয়নি তাঁর। ওয়েলসের কোচ আবার বললেন, সব দোষ সাংবাদিকের।
1/5
০-৪ গোলে হারের পর কার মাথার ঠিক থাকে! তিনি আবার দলের অধিনায়ক। ডেনমার্কের কাছে হারের পর সাংবাদিকের প্রশ্ন পছন্দ হয়নি গ্যারেথ বেলের। সাংবাদিক বৈঠকের মাঝেই তিনি হন হন করে হাঁটা লাগালেন।
০-৪ গোলে হারের পর কার মাথার ঠিক থাকে! তিনি আবার দলের অধিনায়ক। ডেনমার্কের কাছে হারের পর সাংবাদিকের প্রশ্ন পছন্দ হয়নি গ্যারেথ বেলের। সাংবাদিক বৈঠকের মাঝেই তিনি হন হন করে হাঁটা লাগালেন।
advertisement
2/5
ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেলের কাছে তাঁর ভবিষ্যত্ সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। এমন প্রশ্ন শুনেই এদিন তেলে-বেগুণে জ্বলে ওঠেন বেল। তার পরই কোনও কথা না বাড়িয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে যান।
ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেলের কাছে তাঁর ভবিষ্যত্ সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। এমন প্রশ্ন শুনেই এদিন তেলে-বেগুণে জ্বলে ওঠেন বেল। তার পরই কোনও কথা না বাড়িয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে যান।
advertisement
3/5
চলতি ইউরোতে বেলের পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সহজ সুযোগ পেয়েও গো করতে পারেননি তিনি। তার উপর ওয়েলসের এমন হার! সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই তাঁর পক্ষে ছিল না।
চলতি ইউরোতে বেলের পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সহজ সুযোগ পেয়েও গো করতে পারেননি তিনি। তার উপর ওয়েলসের এমন হার! সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই তাঁর পক্ষে ছিল না।
advertisement
4/5
দেশের জার্সিতে তিনি আর খেলবেন কি না এই প্রশ্নের মুখোমুখি বেলকে আগেও হতে হয়েছে। বারবার একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো ক্লান্ত ছিলেন তিনি। তার উপর বড় ব্যবধানে হারের পর মাথা ঠাণ্ডা রাখতে পারছিলেন না। তাই হতাশা থেকেই এদিন তিনি এমন কাণ্ড করেছেন বলে মনে করা হচ্ছে।
দেশের জার্সিতে তিনি আর খেলবেন কি না এই প্রশ্নের মুখোমুখি বেলকে আগেও হতে হয়েছে। বারবার একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো ক্লান্ত ছিলেন তিনি। তার উপর বড় ব্যবধানে হারের পর মাথা ঠাণ্ডা রাখতে পারছিলেন না। তাই হতাশা থেকেই এদিন তিনি এমন কাণ্ড করেছেন বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
একটা সময় রিয়াল মাদ্রিদের তারকা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সেই জৌলুস বেশিদিন ধরে রাখতে পারেননি। ফিরে আসেন পুরনো দল টটেনহ্যামে। ক্লাবের জার্সিতে তবু কিছুটা নামডাক হয়েছে তাঁর। কিন্তু দেশের জার্সিতে বেল একেবারেই ভাল কিছু করে দেখাতে পারেননি।
একটা সময় রিয়াল মাদ্রিদের তারকা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সেই জৌলুস বেশিদিন ধরে রাখতে পারেননি। ফিরে আসেন পুরনো দল টটেনহ্যামে। ক্লাবের জার্সিতে তবু কিছুটা নামডাক হয়েছে তাঁর। কিন্তু দেশের জার্সিতে বেল একেবারেই ভাল কিছু করে দেখাতে পারেননি।
advertisement
advertisement
advertisement