Christian Eriksen At Euro 2020: এরিকসেনের জীবন বাঁচানোর জন্য পুরস্কার দেবে উয়েফা

Last Updated:
সেদিন ইউরো কাপের ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen)।
1/5
ঘটনাটা ফুটবলপ্রেমীরা হয়তো আজীবন মনে রাখবেন। ইউরো কাপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়ে যান ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়ের সঙ্গে সঙ্গে তাঁর জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন।
ঘটনাটা ফুটবলপ্রেমীরা হয়তো আজীবন মনে রাখবেন। ইউরো কাপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়ে যান ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়ের সঙ্গে সঙ্গে তাঁর জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন।
advertisement
2/5
ডেনমার্কের তারকার প্রাণ বাঁচাতে সেদিন যাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন, এবার তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। মাঠে এরিকসেনের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিলেন যাঁরা, তাঁদের উয়েফা প্রেসিডেন্টস পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে উয়েফা।
ডেনমার্কের তারকার প্রাণ বাঁচাতে সেদিন যাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন, এবার তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। মাঠে এরিকসেনের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিলেন যাঁরা, তাঁদের উয়েফা প্রেসিডেন্টস পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে উয়েফা।
advertisement
3/5
সেদিন তড়িঘড়ি এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে মাঠে প্রাথমিক চিকিত্সা ঠিকঠাক না হলে তাঁকে বাঁচানো মুশকিল হত। মাঠে সিপিআর দেওয়ায় এরিকসেন সেদিন প্রাণে বেঁচে যান।
সেদিন তড়িঘড়ি এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে মাঠে প্রাথমিক চিকিত্সা ঠিকঠাক না হলে তাঁকে বাঁচানো মুশকিল হত। মাঠে সিপিআর দেওয়ায় এরিকসেন সেদিন প্রাণে বেঁচে যান।
advertisement
4/5
ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক, ফিজিও, অধিনায়ক সিমোন কায়েরকে পুরস্কৃত করবে উয়েফা। এমনটাই জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।
ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক, ফিজিও, অধিনায়ক সিমোন কায়েরকে পুরস্কৃত করবে উয়েফা। এমনটাই জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।
advertisement
5/5
এরিকসেনের বুকে পেসমেকার বসেছে। ফুটবল মাঠে তাঁকে হয়তো আর দেখা যাবে না। ক্লাব হোক বা দেশ, তাঁর ফুটবল খেলা আর হয়তো সম্ভব নয়। তবে প্রাণে তো বেঁচে গিয়েছিলেন। সেটাই বা কম কী!
এরিকসেনের বুকে পেসমেকার বসেছে। ফুটবল মাঠে তাঁকে হয়তো আর দেখা যাবে না। ক্লাব হোক বা দেশ, তাঁর ফুটবল খেলা আর হয়তো সম্ভব নয়। তবে প্রাণে তো বেঁচে গিয়েছিলেন। সেটাই বা কম কী!
advertisement
advertisement
advertisement