জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেনের মতো হেভিওয়েটরা ছিটকে যাওয়ার পর রাশিয়া বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বলেই ধরে নেওয়া হচ্ছিল ৷ পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলও আবার হেরে যাবে না তো মেক্সিকোর কাছে ? এমন আশঙ্কাই করা হচ্ছিল ৷ কিন্তু এই ব্রাজিল যে সহজে হারার দল নয়, তা এদিন ফের প্রমাণ করল তারা ৷ সামারা এরিনায় ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করতে সফল তিতের দল ৷ এদিন ব্রাজিলীয় ফ্যানদের মুখো হাসি ফোটাতে সফল নেইমার ৷ নিজে গোল করলেন আবার করালেনও ৷