টাইমমেশিনে চেপে এগিয়ে যান ২০২২-এ, দেখে নিন কাতার বিশ্বকাপের ভ্যেনু
Last Updated:
advertisement
কাতার ইউনিভার্সিটি স্টেডিয়াম - ২০২২ -র বেশ কিছু ম্যাচ হবে এই স্টেডিয়ামে ৷ দোহায় রয়েছে এই মাঠ ৷ মূলত এই মাঠে ফুটবল খেলা হলেও অন্যান্য ইভেন্টের খেলাও এখানে অনুষ্ঠিত হয় ৷ এখন এই স্টেডিয়ামে ৭০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ৷ কিন্তু বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের পূণর্নবীকরণ চলছে ৷ যাতে ৪৩ হাজার ফ্যান বসতে পারেন ৷ Photo Source- Facebook Account
advertisement
advertisement
UMM সালাল স্টেডিয়াম - এই স্টেডিয়ামটি এরকম দেখতে হবে ৷ এটি একটি প্রস্তাবিত স্টেডিয়াম যার কাজ হচ্ছে ৷ Albert Speer & Partner GmbH- এই স্টেডিয়ামের রূপকার ৷ আরবিক দুর্গের আদলে তৈরি হবে এই স্টেডিয়াম ৷ বিশ্বকাপে-র জন্য এই স্টেডিয়ামে ৪৫ হাজার ১২০ জন ফ্যান বসতে পারলেও তারপর দর্শকাসন কমিয়ে দেওয়া হবে ২৫,৫০০ তে ৷ Photo Source- Facebook Account
advertisement
আল ওয়াকারহা স্টেডিয়াম - এটিও একটি প্রস্তাবিত স্টেডিয়াম ৷ স্থানীয় একটি বোটের আকারে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম ৷ স্থানীয় পার্ল ডাইভাররা এই বোট ব্যবহার করে ৷ স্টেডিয়ামের প্রবেশদ্বার একটি উডেড স্কোয়ার ৷ ৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামেও বিশ্বকাপের পরে দর্শকাসন কমিয়ে দেওয়া হবে ৷ Photo Source- Facebook Account
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement