Euro 2020: কার্ডিয়াক অ্যারেস্ট! Christian Eriksen-এর আর ইতালিতে খেলা হবে না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ইতালিতে আর খেলা হবে না এরিকসনের! ডাক্তাররা কী বলছেন শুনুন।
advertisement
advertisement
advertisement
কার্ডিওলজিস্ট স্কট মারে বলছিলেন, কুড়ি বছরের বেশি সময় ধরে ইতালিতে এই আইন রয়েছে। কার্ডিয়াক সমস্যা থাকলে ইতালির প্রশাসন কাউকে মাঠে নামতে দেয় না। এই নিয়ম চালু হওয়ার পর থেকে মাঠে প্রাণহানির ঘটনা তিন শতাংশে নামিয়ে এনেছে ইতালির প্রশাসন। তাই ইন্টার মিলানের হয়ে এরিকসনের খেলার সম্ভাবনা কম। হৃদযন্ত্রে সমস্যা নিয়ে ইতালিতে খেলা যায় না। ইতালির ক্রীড়া প্রশাসকরা অ্যাথলিটদের সেরা উপায়ে স্ক্রিনিং করে তবেই মাঠে নামায়।
advertisement