1/ 5


আজ যে রাজা, কাল সে ফকির। এই প্রবাদ বাক্যই যেন সত্যি বলে প্রমাণ করে দিল জার্মানি। ২০ বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে অঘটন ঘটাল জোয়াকিম লোর দল।
2/ 5


উত্তর ম্যাসেডোনিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে হারল জার্মানরা। ১-২ গোলে হারল লোর দল। চারবরের বিশ্বচ্যাম্পিয়নদের এই হারে অবাক ফুটবল বিশ্ব।
3/ 5


প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ম্যাসেডোনিয়া। ইলখাই গুন্ডোয়ান পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান। ৮৫ মিনিটের মাথায় ম্যাসেডোনিয়ার এলজিফ এলমাসের গোল করেন। শেষ পাঁচ মিনিট মরিয়া চেষ্টা করেও সেই গোল আগ শোধ করতে পারেনি জার্মানি।
4/ 5


জার্মান কোচ লো প্রচণ্ড হতাশ হয়ে বলেন, ''একের পর এক ভুল করেছি। এত খারাপ লাঘছে বলে বোঝাতে পারব না। এই হার মেনে নেওয়া কঠিন। ''উল্লেখ্য, এখনও পর্যন্ত ১৯৩০ ও ১৯৫০ ছাড়া প্রতিটি বিশবকাপে খেলেছে জার্মানি।