Gerd Muller Died: জার্মানি, বায়ার্ন মিউনিখের কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার প্রয়াত

Last Updated:
ডের বোম্বার আর নেই। বিশ্বাস করতে পারছে না ফুটবল বিশ্ব।
1/5
ডের বম্বার আর নেই। প্রয়াত জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার।
ডের বম্বার আর নেই। প্রয়াত জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার।
advertisement
2/5
১৯৭৪ বিশ্বকাপ জয়ী গার্ড মুলারের বয়স হয়েছিল ৭৫ বছর। গত ৬ বছর ধরে তিনি অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত ছিলেন।
১৯৭৪ বিশ্বকাপ জয়ী গার্ড মুলারের বয়স হয়েছিল ৭৫ বছর। গত ৬ বছর ধরে তিনি অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত ছিলেন।
advertisement
3/5
১৯৮২ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পরই নেশাগ্রস্থ হয়ে পড়েন জার্মানি ও বায়ার্ন মিউনিকের কিংবদন্তি গার্ড মুলার। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড বলা হত তাঁকে।
১৯৮২ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পরই নেশাগ্রস্থ হয়ে পড়েন জার্মানি ও বায়ার্ন মিউনিকের কিংবদন্তি গার্ড মুলার। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড বলা হত তাঁকে।
advertisement
4/5
 দুটি বিশ্বকাপে মুলার মোট ১৪টি গোল করেছিলেন। প্রায় ৩২ বছর সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। ২০০৬ সালে ব্রাজিলের রোনাল্ডো শেষ পর্যন্ত ভেঙে দেন মুলারের রেকর্ড। ১৯৭২ সালে এক মরশুমে ৮৫টি গোল করে বিশ্ব রেকর্ড করেছিলেন মুলার। টানা ৪০ বছর সেই রেকর্ড অক্ষত ছিল। ২০১২ সালে লিওনেল মেসি সেই রেকর্ড ভাঙেন।
দুটি বিশ্বকাপে মুলার মোট ১৪টি গোল করেছিলেন। প্রায় ৩২ বছর সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। ২০০৬ সালে ব্রাজিলের রোনাল্ডো শেষ পর্যন্ত ভেঙে দেন মুলারের রেকর্ড। ১৯৭২ সালে এক মরশুমে ৮৫টি গোল করে বিশ্ব রেকর্ড করেছিলেন মুলার। টানা ৪০ বছর সেই রেকর্ড অক্ষত ছিল। ২০১২ সালে লিওনেল মেসি সেই রেকর্ড ভাঙেন।
advertisement
5/5
জার্মানির হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচে ৬৮টি গোল করেছিলেন মুলার। বায়ার্নের হয়ে ৪৮৭টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬৫টি গোল‌ রয়েছে তাঁর নামের পাশে। ৭৪টি ইউরোপিয়ান ম্যাচ খেলে গোল করেছিলেন ৬৬টি। কেরিয়ারে সব মিলিয়ে ৭৮০টি ম্যাচে ৭১১টি গোল করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ।
জার্মানির হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচে ৬৮টি গোল করেছিলেন মুলার। বায়ার্নের হয়ে ৪৮৭টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬৫টি গোল‌ রয়েছে তাঁর নামের পাশে। ৭৪টি ইউরোপিয়ান ম্যাচ খেলে গোল করেছিলেন ৬৬টি। কেরিয়ারে সব মিলিয়ে ৭৮০টি ম্যাচে ৭১১টি গোল করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ।
advertisement
advertisement
advertisement