ফি-সকালে ফুটবল এখন নিত্যসঙ্গী সুপারস্টারের। কিন্তু রবিবারের সকালটা ছিল একেবারে অন্যরকম। ভারতীয় ফুটবলের জনককে নিয়ে সিনেমা বলে কথা। দেবের আমন্ত্রণে সিকিম থেকে কলকাতা উড়ে এসেছিলেন ভারতীয় ফুটবলের আইকন। সামনে দাঁড়িয়ে দেবের অনুশীলন দেখলেন। টুকরো টিপস দিলেন। বদলে দিলেন সুপারস্টারের প্লেয়িং স্টাইল। ফিরে যাওয়ার আগে গোলন্দাজ-এর টিমকে সিকিমে আমন্ত্রণও জানালেন পাহাড়ি ঝর্ণা। পাল্টা সৌজন্য দেখিয়ে ভাইচুং ভুটিয়াকে ধন্যবাদ দিলেন টলিউড সুপারস্টার। Photo- Paradip Ghosh
ফি-সকালে ফুটবল এখন নিত্যসঙ্গী সুপারস্টারের। কিন্তু রবিবারের সকালটা ছিল একেবারে অন্যরকম। ভারতীয় ফুটবলের জনককে নিয়ে সিনেমা বলে কথা। দেবের আমন্ত্রণে সিকিম থেকে কলকাতা উড়ে এসেছিলেন ভারতীয় ফুটবলের আইকন। সামনে দাঁড়িয়ে দেবের অনুশীলন দেখলেন। টুকরো টিপস দিলেন। বদলে দিলেন সুপারস্টারের প্লেয়িং স্টাইল। ফিরে যাওয়ার আগে গোলন্দাজ-এর টিমকে সিকিমে আমন্ত্রণও জানালেন পাহাড়ি ঝর্ণা। পাল্টা সৌজন্য দেখিয়ে ভাইচুং ভুটিয়াকে ধন্যবাদ দিলেন টলিউড সুপারস্টার। Photo- Paradip Ghosh
কে জানত, ছুটির সকালের সেরা ফ্রেমটা তখনও বাকি। বিমান ধরার তাড়া ছিল ভাইচুংয়ের। অনুশীলন ছেড়ে বেরিয়ে এসে ভাইচুংকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন দেব। এক চ্যাম্পিয়নকে অন্য চ্যাম্পিয়নের কুর্নিশ। বক্স-অফিসে 'গোলন্দাজ'-র ভাগ্য জানতে ঢের দেরি, তবে দুই জগতের দুই সেরাকে মিলিয়ে দেওয়ার জন্য শুভেচ্ছা তো এখনই প্রাপ্য গোলন্দাজের।Photo- Paradip Ghosh