Euro 2020; England vs Ukraine: ৪-০, ইউক্রেনকে গুঁড়িয়ে ইউরোর সেমিফাইনালে হ্যারি কেনের ইংল্যান্ড

Last Updated:
ইউক্রেনের বিরুদ্ধে এদিন জোড়া গোল করলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন।
1/5
অঘটনের ইউরো বলছেন অনেকে। জার্মানি, ফ্রান্সের মতো দল ছিটকে গিয়েছে। তবে ইংল্যান্ড কিন্তু প্রত্যাশিতভাবেই পারফর্ম করছে।
অঘটনের ইউরো বলছেন অনেকে। জার্মানি, ফ্রান্সের মতো দল ছিটকে গিয়েছে। তবে ইংল্যান্ড কিন্তু প্রত্যাশিতভাবেই পারফর্ম করছে।
advertisement
2/5
চলতি ইউরো কাপের সেমিপাইনালে পৌঁছে গেল হ্যারি কেনের ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রিটিশরা।
চলতি ইউরো কাপের সেমিপাইনালে পৌঁছে গেল হ্যারি কেনের ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রিটিশরা।
advertisement
3/5
It's coming home- এটাই এবার ইংল্য়ান্ডের স্লোগান। আর সেই স্লোগান মেনে তরতরিয়ে এগোচ্ছে ইংল্যান্ডের বিজয়রথ। ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক, যে কোনও পজিশনে ইংল্যান্ড অসাধারণ।
It's coming home- এটাই এবার ইংল্য়ান্ডের স্লোগান। আর সেই স্লোগান মেনে তরতরিয়ে এগোচ্ছে ইংল্যান্ডের বিজয়রথ। ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক, যে কোনও পজিশনে ইংল্যান্ড অসাধারণ।
advertisement
4/5
ইউক্রেনের বিরুদ্ধে জোড়া গোল করেছেন হ্যারি কেন। বাকি দুটি গোল হ্যারি ম্যাগিওর ও হেন্ডারসনের।
ইউক্রেনের বিরুদ্ধে জোড়া গোল করেছেন হ্যারি কেন। বাকি দুটি গোল হ্যারি ম্যাগিওর ও হেন্ডারসনের।
advertisement
5/5
এই নিয়ে চতুর্থবার ইউরো কাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। এদিন আরও একটি রেকর্ড করল হ্যারি কেনের দল। প্রথম দল হিসাবে একটিও গোল হজম না করে সেমিতে উঠল। এবার সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।
এই নিয়ে চতুর্থবার ইউরো কাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। এদিন আরও একটি রেকর্ড করল হ্যারি কেনের দল। প্রথম দল হিসাবে একটিও গোল হজম না করে সেমিতে উঠল। এবার সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।
advertisement
advertisement
advertisement