ফ্রান্স বনাম পেরুর ম্যাচের পর হতাশ পেরুর ফ্যান ৷ বৃহস্পতিবার রাতে গরুপ-সির গুরুত্বপূর্ণ ম্যাচে আধিপত্য ছিল পেরুর। অথচ ১-০ গোলে পরাজিত তারাই। দারুণ খেলেও পেরুর বিদায় (Photo: Reuters)
advertisement
2/12
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচের সময় চিন্তিত এক ব্রাজিলের ফ্যান (Photo: Reuters)
advertisement
3/12
বিশ্বকাপে 'ই'গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও কোস্টারিকা ৷ প্রথমার্ধের খেলায় ব্রাজিল বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোনো গোল দিতে পারোনি। খেলা শেষ হওয়ায় আগেই অনেকেই একটু হতাশ ছিল। পয়েন্ট ভাগ হওয়ার চিন্তায় কেউ কেউ টেনশনেও পড়ে। (Photo: Reuters)
advertisement
4/12
প্রিয় দলের জার্সি পরে, পতাকা হাতে একাতেরিনবুর্গ অ্যারেনায় এসেছিল পেরুর সমর্থকেরা। দলের টানা দ্বিতীয় পরাজয়ে ফিরতে হলো চোখে জল নিয়ে। (Photo: Reuters)
advertisement
5/12
ক্রোয়েশিয়ার কাছে যে ম্যাচটা জিততেই হতো, সে ম্যাচটাতেই বিধ্বস্ত হতে হয়েছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার এরকম হার সমর্থকদের কাছে ছিল অকল্পনীয় (Photo: Reuters)
advertisement
6/12
জাপানের কাছে ২-1 গোলে হেরে যাওয়ার পর কলম্বিয়ার একজন সমর্থক (Photo: Reuters)
advertisement
7/12
পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেও পরাজয় বরণ করে নিতে হয় লাতিন আমেরিকার দেশ পেরুকে। (Photo: Reuters)
advertisement
8/12
ক্রোয়েশিয়ার কাছে শোচনীয় হারের পর হতাশ অবস্থায় আর্জেন্টিনার সমর্থকরা (Photo: Reuters)
advertisement
9/12
বিশ্বকাপ শুরুর প্রথম সপ্তাহেই যে টানটান উত্তেজনা দেখা যাচ্ছে ফ্যানদের আবেগেও তার ছায়া পড়েছে। চিন্তিত এক পর্তুগালের ফ্যাল (Photo: Reuters)
advertisement
10/12
আর্জেন্টিনার সমর্থকরা এতটাই স্তম্ভিত যে, বেশিরভাগই চুপ করে গেছেন। (Photo: Reuters)
advertisement
11/12
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জিততেও ঘাম ছুটে গেছিল ফরাসিদের। চিন্তিত এক ফ্রান্সের ফ্যাল (Photo: Reuters)
advertisement
12/12
দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে মেক্সিকো। টানা দুই হারে প্রথম রাউন্ড থেকেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার। (Photo: Reuters)