সেখান থেকে বেরিয়ে একাধিক সম্পর্কে জড়ালেও কোনওটাই টেকেনি রোনাল্ডোর ৷ কিন্তু একটি ইভেন্টে একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই কেস জমে দই হয়ে যায় ৷ পাপারাৎজিরাই নয় ফিফার ইভেন্টেও একইসঙ্গে যেতেন দু‘জন ৷ পাশাপাশি তিনিই প্রথম মহিলা যিনি সরকারিভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সন্তান জন্ম দেন ৷ কারণ সিআর সেভেনের বাকি সন্তানদের মা দের কোনও অস্তিত্ব নেই ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram