Cristiano Jr Set To Play For Manchester United Academy: বাপ-ব্যাটা একই দলে! ক্রিশ্চিয়ানো জুনিয়রও সই করল ম্যান ইউতে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cristiano Jr: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United F.C.) অনূর্ধ্ব-১২ দলে একসঙ্গে খেলবে ক্রিশ্চিয়ানো জুনিয়র ও কাই রুনি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও ওয়েন রুনি (Wayne Rooney) একটা সময় একসঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন। দুজনের জুটি বেশ হিট হয়েছিল। রোনাল্ডো আবার পুরনো ক্লাব ম্যান ইউতে ফিরে এসেছেন। রুনির সঙ্গে তাঁর আর খেলা হবে না। তবে রুনি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলের এবার একসঙ্গে খেলার পালা।
advertisement
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United F.C.) অনূর্ধ্ব-১২ দলে একসঙ্গে খেলবে ক্রিশ্চিয়ানো জুনিয়র ও কাই রুনি। ইতিমধ্যে দুই মহাতারকার ছেলে ম্যান ইউ অ্যাকাডেমির হয়ে সই করেছে। এর আগে জুভেন্তাসের অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলেছে ক্রিশ্চিয়ানো জুনিয়র। তার বাবাও সেই সময় জুভেন্তাসে খেলতেন। এবার বাবার সঙ্গে সে-ও দলবদল করে ফেলল।
advertisement
advertisement
advertisement