Brazil in Copa America: সাম্বার ছন্দে শুরু কোপা আমেরিকা, ভেনেজুয়েলাকে ৩-০ গোলে নাস্তানাবুদ নেইমারদের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Brazil in Copa America: ব্রাজিলের হয়ে গোল দুটো করেন মারকুইনোজ এবং নেইমার। শেষ গোলটি গ্যাব্রিয়াল বারবোজার।
advertisement
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে দলে তিনটি পরিবর্তন করেছিলেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছিলেন গোলকিপার অ্যালিসন, ডিফেন্ডার রেনান লোদি এবং মিডফিল্ডার লুকাস পাকুইতা। বেঞ্চে থেকেই ম্যাচ শুরু করতে হয় রবার্তো ফির্মিনোকে। তবে ভেনেজুয়েলার একাধিক খেলোয়ার করোনা আক্রান্ত হওয়ায় প্রথম দলে সাতটি পরিবর্তন করতে হয়েছিল সে দলের কোচকে।
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধেও ব্রাজিল আক্রমণ বনাম ভেনেজুয়েলা রক্ষণ, এই ছবিই বজায় ছিল। তবে অবশেষে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর পেনাল্টি থেকে নিজের গোলস্কোরিং ফর্ম বজায় রেখে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন নেইমার। নেইমারের পাস থেকে ৮৯ মিনিটের মাথায় স্ট্রাইকারসুলভ ভঙ্গিমায় ব্রাজিলের তিন নম্বর ও ম্যাচের শেষ গোলটি করেন গ্যাব্রিয়াল বারবোজা।
advertisement