Brazil in Copa America: সাম্বার ছন্দে শুরু কোপা আমেরিকা, ভেনেজুয়েলাকে ৩-০ গোলে নাস্তানাবুদ নেইমারদের

Last Updated:
Brazil in Copa America: ব্রাজিলের হয়ে গোল দুটো করেন মারকুইনোজ এবং নেইমার। শেষ গোলটি গ্যাব্রিয়াল বারবোজার।
1/5
জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল ব্রাজিল। মালেগারেঞ্চা স্টেডিয়ামে শেষ হাসি হাসল সেই নেইমার ব্রিগেড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমে ৩-০ গোলে জয়লাভ করল নেইমাররা। ব্রাজিলের হয়ে গোল দুটো করেন মারকুইনোজ এবং নেইমার। শেষ গোলটি গ্যাব্রিয়াল বারবোজার।
জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল ব্রাজিল। মালেগারেঞ্চা স্টেডিয়ামে শেষ হাসি হাসল সেই নেইমার ব্রিগেড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমে ৩-০ গোলে জয়লাভ করল নেইমাররা। ব্রাজিলের হয়ে গোল দুটো করেন মারকুইনোজ এবং নেইমার। শেষ গোলটি গ্যাব্রিয়াল বারবোজার।
advertisement
2/5
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে দলে তিনটি পরিবর্তন করেছিলেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছিলেন গোলকিপার অ্যালিসন, ডিফেন্ডার রেনান লোদি এবং মিডফিল্ডার লুকাস পাকুইতা। বেঞ্চে থেকেই ম্যাচ শুরু করতে হয় রবার্তো ফির্মিনোকে। তবে ভেনেজুয়েলার একাধিক খেলোয়ার করোনা আক্রান্ত হওয়ায় প্রথম দলে সাতটি পরিবর্তন করতে হয়েছিল সে দলের কোচকে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে দলে তিনটি পরিবর্তন করেছিলেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছিলেন গোলকিপার অ্যালিসন, ডিফেন্ডার রেনান লোদি এবং মিডফিল্ডার লুকাস পাকুইতা। বেঞ্চে থেকেই ম্যাচ শুরু করতে হয় রবার্তো ফির্মিনোকে। তবে ভেনেজুয়েলার একাধিক খেলোয়ার করোনা আক্রান্ত হওয়ায় প্রথম দলে সাতটি পরিবর্তন করতে হয়েছিল সে দলের কোচকে।
advertisement
3/5
ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন দলের ডিফেন্ডার মারকুইনোজ। নেইমারের কর্নার কিক থেকেই হল ব্রাজিলের প্রথম গোল। তবে, ডিফেন্ডার হয়েও বিপক্ষ বক্সে মারকুইনোজের তৎপরতা বিশেষভাবে চোখে পড়ার মতো। কোপা আমেরিকা ২০২১ সালের প্রথম গোলটা করল ব্রাজিল।
ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন দলের ডিফেন্ডার মারকুইনোজ। নেইমারের কর্নার কিক থেকেই হল ব্রাজিলের প্রথম গোল। তবে, ডিফেন্ডার হয়েও বিপক্ষ বক্সে মারকুইনোজের তৎপরতা বিশেষভাবে চোখে পড়ার মতো। কোপা আমেরিকা ২০২১ সালের প্রথম গোলটা করল ব্রাজিল।
advertisement
4/5
দ্বিতীয়ার্ধেও ব্রাজিল আক্রমণ বনাম ভেনেজুয়েলা রক্ষণ, এই ছবিই বজায় ছিল। তবে অবশেষে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর পেনাল্টি থেকে নিজের গোলস্কোরিং ফর্ম বজায় রেখে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন নেইমার। নেইমারের পাস থেকে ৮৯ মিনিটের মাথায় স্ট্রাইকারসুলভ ভঙ্গিমায় ব্রাজিলের তিন নম্বর ও ম্যাচের শেষ গোলটি করেন গ্যাব্রিয়াল বারবোজা।
দ্বিতীয়ার্ধেও ব্রাজিল আক্রমণ বনাম ভেনেজুয়েলা রক্ষণ, এই ছবিই বজায় ছিল। তবে অবশেষে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর পেনাল্টি থেকে নিজের গোলস্কোরিং ফর্ম বজায় রেখে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন নেইমার। নেইমারের পাস থেকে ৮৯ মিনিটের মাথায় স্ট্রাইকারসুলভ ভঙ্গিমায় ব্রাজিলের তিন নম্বর ও ম্যাচের শেষ গোলটি করেন গ্যাব্রিয়াল বারবোজা।
advertisement
5/5
কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিলই যে ফেভারিট ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচের প্রথমার্ধে সাম্বা ব্রিগেডই মাঝমাঠে নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। কিন্তু যে পরিমাণ সুযোগ এদিন নষ্ট করল ব্রাজিল, তা চিন্তায় রাখবে কোচ তিতেকে।
কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিলই যে ফেভারিট ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচের প্রথমার্ধে সাম্বা ব্রিগেডই মাঝমাঠে নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। কিন্তু যে পরিমাণ সুযোগ এদিন নষ্ট করল ব্রাজিল, তা চিন্তায় রাখবে কোচ তিতেকে।
advertisement
advertisement
advertisement