দাদা তো ছিলেনই, আর কোন কোন তারকা উপস্থিত ছিলেন গ্যালারিতে দেখে নিন

Last Updated:
1/9
বিশ্বকাপ ফাইনালে মাঠে. মস্কোর রাস্তায় দাদার সেলফি এর মধ্যেই ভাইরাল । দাদা তো ছিলেনই, আর কারা কারা ছিলেন লুজনিকির গ্যালারিতে? কেউ গ্যালারি থেকে, কেউ প্যারিস থেকে, কেউ বা বাড়িতে বসে টিভিতেই দেখলেন বিশ্বকাপ ফাইনাল। ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ছবি ।
বিশ্বকাপ ফাইনালে মাঠে. মস্কোর রাস্তায় দাদার সেলফি এর মধ্যেই ভাইরাল । দাদা তো ছিলেনই, আর কারা কারা ছিলেন লুজনিকির গ্যালারিতে? কেউ গ্যালারি থেকে, কেউ প্যারিস থেকে, কেউ বা বাড়িতে বসে টিভিতেই দেখলেন বিশ্বকাপ ফাইনাল। ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ছবি ।
advertisement
2/9
গ্যালারি থেকে অম্বানী দম্পতির সঙ্গে এই ছবিটি পোস্ট করেন জাহির খান ।
গ্যালারি থেকে অম্বানী দম্পতির সঙ্গে এই ছবিটি পোস্ট করেন জাহির খান ।
advertisement
3/9
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে তো উপস্থিত থাকতেই হবে গ্যালারিতে । সস্ত্রীক মুকেশ অম্বানি ।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে তো উপস্থিত থাকতেই হবে গ্যালারিতে । সস্ত্রীক মুকেশ অম্বানি ।
advertisement
4/9
মস্কোর রাস্তায় নীতা অম্বানির সঙ্গে ঘুরে বেড়ালেন সস্ত্রীক জাহির খান । ছবি পোস্ট করেছেন সাগরিকা ঘাটগে ।
মস্কোর রাস্তায় নীতা অম্বানির সঙ্গে ঘুরে বেড়ালেন সস্ত্রীক জাহির খান । ছবি পোস্ট করেছেন সাগরিকা ঘাটগে ।
advertisement
5/9
গ্যালারিতে উপস্থিত ছিলেন রণবীর সিংও ।
গ্যালারিতে উপস্থিত ছিলেন রণবীর সিংও ।
advertisement
6/9
হনিমুন পর্ব যে এখনও শেষ হয়নি জাহির-সাগরিকার এই ছবিই বলে দিচ্ছে সেই কথা ।
হনিমুন পর্ব যে এখনও শেষ হয়নি জাহির-সাগরিকার এই ছবিই বলে দিচ্ছে সেই কথা ।
advertisement
7/9
রণবীর যখন উপস্থিত ছিলেন লুজনিকিতে, ঐশ্বর্য খেলা দেখলেন প্যারিসে বসে । ফ্রান্সের বিশ্বজয়ের পর এই ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য । প্যারিসের রাস্তায় মানুষের ঢলেরও একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য ।
রণবীর যখন উপস্থিত ছিলেন লুজনিকিতে, ঐশ্বর্য খেলা দেখলেন প্যারিসে বসে । ফ্রান্সের বিশ্বজয়ের পর এই ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য । প্যারিসের রাস্তায় মানুষের ঢলেরও একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য ।
advertisement
8/9
সপরিবারে লুজনিকি স্টেডিয়ামে বসে ফাইনাল দেখেছেন মডেল-সঞ্চালিকা মিনি মাথুর ও কবীর খানও ।
সপরিবারে লুজনিকি স্টেডিয়ামে বসে ফাইনাল দেখেছেন মডেল-সঞ্চালিকা মিনি মাথুর ও কবীর খানও ।
advertisement
9/9
না, লুজনিকি স্টেডিয়ামে নয় । বাড়িতে বসেই টিভিতে খেলা দেখলেন মাস্টার-ব্লাস্টার ।
না, লুজনিকি স্টেডিয়ামে নয় । বাড়িতে বসেই টিভিতে খেলা দেখলেন মাস্টার-ব্লাস্টার ।
advertisement
advertisement
advertisement