Copa America 2019: ১০ জনের প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিফাইনালে ব্রাজিল

Last Updated:
1/5
ব্রাজিল-০-০ প্যারাগুয়ে ( ফুল টাইম স্কোর) ৷ টাইব্রেকারে ৪-৩-এ জয়ী ব্রাজিল ৷ Photo Source: Twitter
ব্রাজিল-০-০ প্যারাগুয়ে ( ফুল টাইম স্কোর) ৷ টাইব্রেকারে ৪-৩-এ জয়ী ব্রাজিল ৷ Photo Source: Twitter
advertisement
2/5
নির্ধারিত সময়ে এদিন গোল পেল না কোনও দলই। ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল।
নির্ধারিত সময়ে এদিন গোল পেল না কোনও দলই। ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল।
advertisement
3/5
২০১১ ও ২০১৫ সালের কোপা আমেরিকায় এই প্যারাগুয়ের কাছেই টাইব্রেকারে হেরে কপাল পুড়েছিল ব্রাজিলের। পুরনো সেই স্মৃতি তাড়া করে বেড়াচ্ছিল সেলেকাওদের ৷ তবে টাইব্রেকার ভীতি কাটিয়ে উঠে শুক্রবার মধুর প্রতিশোধ নিতে সফল তিতের দল ৷
২০১১ ও ২০১৫ সালের কোপা আমেরিকায় এই প্যারাগুয়ের কাছেই টাইব্রেকারে হেরে কপাল পুড়েছিল ব্রাজিলের। পুরনো সেই স্মৃতি তাড়া করে বেড়াচ্ছিল সেলেকাওদের ৷ তবে টাইব্রেকার ভীতি কাটিয়ে উঠে শুক্রবার মধুর প্রতিশোধ নিতে সফল তিতের দল ৷
advertisement
4/5
ম্যাচের ৫৮ মিনিটে লাল-কার্ড দেখেন প্যারাগুয়ের ফ্যাবিয়ান বালবুয়েনা ৷ ১০ জন হয়ে পড়া প্যারাগুয়ের বক্সে এরপর একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল ৷ যদিও নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল হয়নি ৷
ম্যাচের ৫৮ মিনিটে লাল-কার্ড দেখেন প্যারাগুয়ের ফ্যাবিয়ান বালবুয়েনা ৷ ১০ জন হয়ে পড়া প্যারাগুয়ের বক্সে এরপর একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল ৷ যদিও নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল হয়নি ৷
advertisement
5/5
 টাইব্রেকারে প্যারাগুয়ের প্রথম শটই মিস করেন ডিফেন্ডার গুস্তাভো গোমেস। এরপর তিনটি শটে মিগেল আলমিরোন, ব্রুনো ভালদেস ও মাতিয়াস রোহাসরা প্যারাগুয়ের হয়ে গোল পেলেও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি ব্রাজিলের ৷
টাইব্রেকারে প্যারাগুয়ের প্রথম শটই মিস করেন ডিফেন্ডার গুস্তাভো গোমেস। এরপর তিনটি শটে মিগেল আলমিরোন, ব্রুনো ভালদেস ও মাতিয়াস রোহাসরা প্যারাগুয়ের হয়ে গোল পেলেও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি ব্রাজিলের ৷
advertisement
advertisement
advertisement