মেসিরা বিশ্বকাপ জেতায় এমন কাজ করল কাতার, যা ফুটবল ইতিহাসে বিরল

Last Updated:
কাতারেই কেটেছে আর্জেন্টিনার ৩৬ বছরের খরা। মেসির হাত ধরে তৃতীয়বার বিশ্বজয় করেছে নীল-সাদা ব্রিগেড। এবার মেসিদের স্মৃতি অক্ষত রাখতে অনন্য উপায় অবলম্বন করত কাতার প্রশাসন।
1/6
কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে গিয়েছে মেসি সহ আর্জেন্টিনা দল। তবে নীল-সাদা ব্রিগেডকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ কাতারের। মেসিরা যেখানে ছিলেন তাকে মিউজিয়াম হিেসবে ঘোষণা করা হয়েছে।
কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে গিয়েছে মেসি সহ আর্জেন্টিনা দল। তবে নীল-সাদা ব্রিগেডকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ কাতারের। মেসিরা যেখানে ছিলেন তাকে মিউজিয়াম হিেসবে ঘোষণা করা হয়েছে।
advertisement
2/6
 কাতারে খেলতে গিয়ে অন্যান্য সকল দল হোটেলে থাকলেও আর্জেন্টিনা ছিল কাতা কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। অনুশীলন মাঠের পাশেই থাকার জন্যই এহেন সিদ্ধান্ত ছিল। তবে সেই ছাত্রাবাসের ঘরগুলিতে আর েকউ থাকতে পারবে না।
কাতারে খেলতে গিয়ে অন্যান্য সকল দল হোটেলে থাকলেও আর্জেন্টিনা ছিল কাতা কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। অনুশীলন মাঠের পাশেই থাকার জন্যই এহেন সিদ্ধান্ত ছিল। তবে সেই ছাত্রাবাসের ঘরগুলিতে আর েকউ থাকতে পারবে না।
advertisement
3/6
মেসি সহ আর্জেন্টিনা প্লেয়ারদের সকল স্মৃতিকে ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ওই ঘরগুলিকে জাদুঘর করা হয়েছে। যেখানে প্রতিটি কোণায় কোণায় রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের স্মৃতি। বিশ্ব বিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক সকলেই এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন।
মেসি সহ আর্জেন্টিনা প্লেয়ারদের সকল স্মৃতিকে ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ওই ঘরগুলিকে জাদুঘর করা হয়েছে। যেখানে প্রতিটি কোণায় কোণায় রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের স্মৃতি। বিশ্ব বিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক সকলেই এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন।
advertisement
4/6
বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসি থাকতেন সেই ঘরে কোনও রকম বদল করা হয়নি। মেসির একাধিক ব্যবহার করা জিনিসও রয়েছে সেই ঘরে। যেগুলি তাদের কাছে খুবই মূল্যবান হিসেবে জানিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক।
বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসি থাকতেন সেই ঘরে কোনও রকম বদল করা হয়নি। মেসির একাধিক ব্যবহার করা জিনিসও রয়েছে সেই ঘরে। যেগুলি তাদের কাছে খুবই মূল্যবান হিসেবে জানিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক।
advertisement
5/6
বিশ্ববিদ্যালয়ের ওই ঘরগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। যা দেখা মনে হবে সত্যি কোনও মিউজিয়াম। ইতিমধ্যেই এই খবর চাউইর হওয়ার পর থেকে বিশ্বচ্যান্পিয়নদের ঘর ও জিনিস দেখার জন্য মানুষের মধ্যে উৎসাব বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের ওই ঘরগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। যা দেখা মনে হবে সত্যি কোনও মিউজিয়াম। ইতিমধ্যেই এই খবর চাউইর হওয়ার পর থেকে বিশ্বচ্যান্পিয়নদের ঘর ও জিনিস দেখার জন্য মানুষের মধ্যে উৎসাব বাড়ছে।
advertisement
6/6
একটি হোয়াইট বোর্ডে আর্জেন্টিনার প্লেয়ারদের সইও সংগ্রহ করা হয়েছে। যেটিকে মাঝখানে রেখে দুই দিকে কাতার ও আর্জেন্টিনার ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে। কাতারের এহেন উদ্যোগে খুশি গোটা ফুটবল বিশ্ব।
একটি হোয়াইট বোর্ডে আর্জেন্টিনার প্লেয়ারদের সইও সংগ্রহ করা হয়েছে। যেটিকে মাঝখানে রেখে দুই দিকে কাতার ও আর্জেন্টিনার ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে। কাতারের এহেন উদ্যোগে খুশি গোটা ফুটবল বিশ্ব।
advertisement
advertisement
advertisement