আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল হলে তিনিই জিতবেন, মেসিকে 'হুঙ্কার' নেইমারের

Last Updated:
ক্লাব ফুটবলে একই দলে খেলেন মেসি ও নেইমার। তবে দেশের হয়ে দুই বন্ধু চির প্রতিদ্বন্দ্বি। বিশ্বকাপ শুরুর আগে মেসিকে কার্যত সাবধানবাণী দিয়ে রাখলেন নেইমার।
1/6
আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল হলে তিনিই জিতবেন, মেসিকে 'হুঙ্কার' নেইমারের
আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল হলে তিনিই জিতবেন, মেসিকে 'হুঙ্কার' নেইমারের
advertisement
2/6
তবে বিশ্বকাপের আগে ক্লব ফুটবলের সতীর্থকে হাসি মুখে কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন নেইমার। বিশ্বকাপ ফাইনালে েদখা হল তিনিই জিতবেন বলেন জানিয়েছেন নেইমার।
তবে বিশ্বকাপের আগে ক্লব ফুটবলের সতীর্থকে হাসি মুখে কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন নেইমার। বিশ্বকাপ ফাইনালে েদখা হল তিনিই জিতবেন বলেন জানিয়েছেন নেইমার।
advertisement
3/6
এক সাক্ষাৎকারে ব্রাজিল তারকা বলেছেন, ফাইনালে যদি ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই হয়, আমি তো মেসিকে বলেছি, আমিই চ্যাম্পিয়ন হব আর তোমার বিরুদ্ধে জিতব।
এক সাক্ষাৎকারে ব্রাজিল তারকা বলেছেন, ফাইনালে যদি ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই হয়, আমি তো মেসিকে বলেছি, আমিই চ্যাম্পিয়ন হব আর তোমার বিরুদ্ধে জিতব।
advertisement
4/6
ক্লাব ফুটবলে প্যারিস সাঁ জাঁ-তে  একইসঙ্গে খেলেন মেসি-নেইমার ও এমব্যাপে।  মেসি ও এমব্যাপের সঙ্গে খেলাটা দারুণ অভিজ্ঞতা বলে জানিয়েছেন নেইমার।
ক্লাব ফুটবলে প্যারিস সাঁ জাঁ-তে একইসঙ্গে খেলেন মেসি-নেইমার ও এমব্যাপে। মেসি ও এমব্যাপের সঙ্গে খেলাটা দারুণ অভিজ্ঞতা বলে জানিয়েছেন নেইমার।
advertisement
5/6
তবে বর্তমানে তার পাখির চোখ বিশ্বকাপ। নেইমার বনলেছেন, বিশ্বকাপ জেতাটা তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং কাতারে সেই স্বপ্ন সফল করতে চান তিনি।
তবে বর্তমানে তার পাখির চোখ বিশ্বকাপ। নেইমার বনলেছেন, বিশ্বকাপ জেতাটা তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং কাতারে সেই স্বপ্ন সফল করতে চান তিনি।
advertisement
6/6
বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবেম ২৫শে নভেম্বর। প্রতিপক্ষ সার্বিয়া। বিশ্বকাপে ভালো কিছু করার জন্য পুরো দল যে আত্মবিশ্বাসী সেই কথাও জানিয়েছেন নেইমার।
বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবেম ২৫শে নভেম্বর। প্রতিপক্ষ সার্বিয়া। বিশ্বকাপে ভালো কিছু করার জন্য পুরো দল যে আত্মবিশ্বাসী সেই কথাও জানিয়েছেন নেইমার।
advertisement
advertisement
advertisement