মাত্র ২৩ বছরেই অনন্য নজির, পেলে-মারাদোনার রেকর্ড ভেঙে ফেললেন এমবাপে

Last Updated:
কাতার বিশ্বকাপে অব্যাহত কিলিয়ান এমবাপের দুরন্ত ফর্ম। প্রি কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে পোল্যান্ডকে হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২ গোল করে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপে।
1/6
৩-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে ফ্রান্স। ম্যাচে দূরপাল্লার শট থেকে দুটি চোখ ধাঁধানো গোল করেন কিলিয়ান এমবাপে।
৩-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে ফ্রান্স। ম্যাচে দূরপাল্লার শট থেকে দুটি চোখ ধাঁধানো গোল করেন কিলিয়ান এমবাপে।
advertisement
2/6
প্রি-কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে শুধু ম্যাচের সেরা হওয়াই নয়, একইসঙ্গে দুই কিংবদন্তী পেলে ও দিয়াগো মারাদোনার রেকর্ডও ভাঙলেন ফ্রান্সের তরুণ তারকা।
প্রি-কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে শুধু ম্যাচের সেরা হওয়াই নয়, একইসঙ্গে দুই কিংবদন্তী পেলে ও দিয়াগো মারাদোনার রেকর্ডও ভাঙলেন ফ্রান্সের তরুণ তারকা।
advertisement
3/6
পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করার পর বিশ্বকাপে কিলিয়ান এমবাপের মোট গোল সংখ্যা দাঁড়াল ৯। চারটি বিশ্বকাপে মারাদোনার মোট আটটি গোল রয়েছে। ২টি বিশ্বকার খেলা এখনও শেষ হয়নি এমবাপের। তার আগেই টপকে গেলেন মারাদোনাকে।
পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করার পর বিশ্বকাপে কিলিয়ান এমবাপের মোট গোল সংখ্যা দাঁড়াল ৯। চারটি বিশ্বকাপে মারাদোনার মোট আটটি গোল রয়েছে। ২টি বিশ্বকার খেলা এখনও শেষ হয়নি এমবাপের। তার আগেই টপকে গেলেন মারাদোনাকে।
advertisement
4/6
বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে আট গোল করার নজির এত দিন ছিল পেলের। ১৯৬৬ সালে ২৬ বছর বয়সে অষ্টম গোলটি করেছিলেন তিনি। এমবাপে সেই কাজ করে ফেললেন ২৩ বছর বয়সেই।
বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে আট গোল করার নজির এত দিন ছিল পেলের। ১৯৬৬ সালে ২৬ বছর বয়সে অষ্টম গোলটি করেছিলেন তিনি। এমবাপে সেই কাজ করে ফেললেন ২৩ বছর বয়সেই।
advertisement
5/6
গত বিশ্বকাপে ৪টি গোল করেছিলেন এমবাপে। এই বিশ্বকাপে এমবাপে ইতিমধ্যেই ৫টি গোল করে ফেলেছেন। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বেশি গোল স্কোরার এমবাপে।
গত বিশ্বকাপে ৪টি গোল করেছিলেন এমবাপে। এই বিশ্বকাপে এমবাপে ইতিমধ্যেই ৫টি গোল করে ফেলেছেন। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বেশি গোল স্কোরার এমবাপে।
advertisement
6/6
এমবাপের দল কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে। ফলে এই বিশ্বকাপে আরও একাধিক রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে এমবাপের। বয়স কম হওয়ায এখনও একাধিক বিশ্বকাপ খেলার সুযোগও রয়েছে এমবাপের সামনে।
এমবাপের দল কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে। ফলে এই বিশ্বকাপে আরও একাধিক রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে এমবাপের। বয়স কম হওয়ায এখনও একাধিক বিশ্বকাপ খেলার সুযোগও রয়েছে এমবাপের সামনে।
advertisement
advertisement
advertisement