চমকে দেওয়ার মত এই ৫ সমীকরণ, মিললেই কাতারে কাপ উঠছে মেসির হাতে
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নেটিজেনরা এমন ৫ সমীকরণ বার করেছেন যা মিললেই কাতারে কাপ উঠবে মেসির হাতে।
advertisement
advertisement
পিএস যোগ দিলেই বিশ্বকাপ জয়- বিশ্বে এখনও পর্যন্ত চারজন প্লেয়ার রয়েছে যারা পিএসজিতে যোগ দেওয়ার পরেই বিশ্বকাপ জিতেছে। তালিকায় রয়েছেন ব্রাজিলের রাই। ১৯৯৩ সােলে পিএসজিতে যোগ দিয়ে ১৯৯৪ সালে চ্যাম্পিয়ন। ১৯৯৮ সালে পিএসজিতে যোগ দেন ফ্রান্সের বেনার্ড লামা। সেই বছরই বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০০১ সালে পিএসজিতে যোগ দিয়ে পরের বছরই বিশ্বকাপ জেতেন ব্রাজিলের রোনাল্ডিনহো। সর্বশেষে ফ্রান্সের এমবাপে। ২০১৭-১৮ সাবে লোনে পিএসজিতে যোগ দিয়েই ২০১৮ বিশ্বকাপ জেতেন তিনি। এবার মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর বিশ্বকাপ জেতেন কিনা সেটাই দেখার।
advertisement
advertisement