ফ্রান্স দলে ভাইরাসের থাবা, ফাইনালে সেরা একাদশ নামাতে পারবেন তো ফরাসী কোচ

Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কিন্তু ফাইনালের আগে ফ্রান্স কোচের চিন্তা বাড়িয়েছে দলে ভাইরাসের হানা।
1/6
রবিবার কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। মেসি বনাম এমবাপে কার হাতে উঠবে কাপ। কিন্তু ফাইনালের আগে চিন্তায় ফরাসী কোচ দিদিয়ের দেশঁ।
রবিবার কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। মেসি বনাম এমবাপে কার হাতে উঠবে কাপ। কিন্তু ফাইনালের আগে চিন্তায় ফরাসী কোচ দিদিয়ের দেশঁ।
advertisement
2/6
কারণ মেগা ফাইনালের আগে অসুস্থ দলের একাধিক প্লেয়ার। অসুস্থতার কারণে সেমি ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারেননি উপামেকানো ও জাভিয়ের। তবে ফ্রান্স শিবিরে অসুস্থতার সংখ্যা আরও বেড়েছে বলে খবর।
কারণ মেগা ফাইনালের আগে অসুস্থ দলের একাধিক প্লেয়ার। অসুস্থতার কারণে সেমি ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারেননি উপামেকানো ও জাভিয়ের। তবে ফ্রান্স শিবিরে অসুস্থতার সংখ্যা আরও বেড়েছে বলে খবর।
advertisement
3/6
জানা গিয়েছে ফ্রান্স দলের তিন জন ফুটবলার কোল্ড ভাইরাসে আক্রান্ত। উপামেকানো ও জাভিয়েরের পাশাপাশি কিংগসলে কোমানও অসুস্থ বলে খবর। এদের মধ্যে ২ জন খুবই অসুস্থ। সংখ্যাটা আরও বাড়লে সমস্যা আরও বাড়বে ফ্রান্সের।
জানা গিয়েছে ফ্রান্স দলের তিন জন ফুটবলার কোল্ড ভাইরাসে আক্রান্ত। উপামেকানো ও জাভিয়েরের পাশাপাশি কিংগসলে কোমানও অসুস্থ বলে খবর। এদের মধ্যে ২ জন খুবই অসুস্থ। সংখ্যাটা আরও বাড়লে সমস্যা আরও বাড়বে ফ্রান্সের।
advertisement
4/6
দলের একাধিক প্লেয়ারের অসুস্থতার বিষয়ে ফরাসী কোচ দিদিয়ের দেশঁ বলেছেন,'এই মরসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।'
দলের একাধিক প্লেয়ারের অসুস্থতার বিষয়ে ফরাসী কোচ দিদিয়ের দেশঁ বলেছেন,'এই মরসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।'
advertisement
5/6
এছাড়া দেশঁ বলেছেন,'উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। কিংগসলে কোমানও অসুস্থ। আশা করছি আমরা ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব। সাবধানতা হিসাবেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে।'
এছাড়া দেশঁ বলেছেন,'উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। কিংগসলে কোমানও অসুস্থ। আশা করছি আমরা ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব। সাবধানতা হিসাবেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে।'
advertisement
6/6
দলে অসুস্থতার সমস্যা থাকলেও তার দলের অন্যান্য ফুটবলাররা যে ফাইনালে নামার জন্য পুরোপুরি প্রস্তুত ও আত্মবিশ্বাসী সেই কথা জানিয়েছেন দিদিয়ের দেশঁ। ফ্রান্সের লক্ষ্য লাগাতার দ্বিতীয় বিশ্বকাপ জয় তাও সাফ জানিয়েছেন দেশঁ।
দলে অসুস্থতার সমস্যা থাকলেও তার দলের অন্যান্য ফুটবলাররা যে ফাইনালে নামার জন্য পুরোপুরি প্রস্তুত ও আত্মবিশ্বাসী সেই কথা জানিয়েছেন দিদিয়ের দেশঁ। ফ্রান্সের লক্ষ্য লাগাতার দ্বিতীয় বিশ্বকাপ জয় তাও সাফ জানিয়েছেন দেশঁ।
advertisement
advertisement
advertisement