বিশ্বকাপের ফাইনালে নেই মেসি! ২ দিন অনুশীলন না করায় বাড়ছে জল্পনা
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালের আগে মেসির চোটের খবরে বাড়ল চিন্তা।
তবে আর্জেন্টিনা দলের তরফে জানানো হয়েছে, মেসি সম্পূর্ণ সুস্থই রয়েছেন। আর্জেন্টিনা অধিনায়কের চোট গুরুতর নয়। কিন্তু অনুশীলন করতে গিয়ে সমস্যা বাড়ে তাই মাঠে নামেননি মেসি। ফাইনালে সম্পূর্ণ ফিট মেসিকে েদখার প্রার্থনায় ফ্যানেরা।
advertisement
তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবি, হ্যামস্ট্রিংয়ে যে হেতু চোট রয়েছে, তাই মাঠে নেমে অনুশীলনের ঝুঁকি নিতে মেসিকে বারণ করে দিয়েছিলেন চিকিৎসকরা। মেসির চোটের খবরে চিন্তার ভাঁজ বিশ্ব জুড়ে আর্জেন্টিনা ফ্যানেদের কপালে।
advertisement
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচ খেলার সময় বেশ কয়েকবার পায়ে হাত দিতে দেখা গিয়েছিল মেসিকে। তখন থেকেই হ্যামস্ট্রিংয়ের সমস্যা হচ্ছিল তাঁর। কিন্তু দলের জন্য মাঠ ছাড়েননি।
advertisement
বৃহস্পতিবার তিনি অনুশীলনে না নামায় রহস্য আরও ঘনীভূত হয়। মাঠে অন্যান্য প্লেয়াররা নামলেও মেসি জিমে সময় কাটান ফিজিওথেরাপিস্টের সঙ্গে সময় কাটান মেসি। জিমেই সময় কাটানোর পর পরিবারের সঙ্গে সময় কাটাতে যান মেসি।
advertisement
