Euro 2024: ফাঁড়া কাটল না ইংল্যান্ডের, তরুণ তুর্কিদের পারফরম্যান্সে তুফানি খেল স্পেনের, ইংলিশ রক্ষণে আর্মাডার ধাক্কা, ২-১ গোলে ইউরো জিতল স্পেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Euro 2024: Spain vs England ম্যাচে ২-১ গোলে জয় স্পেনের৷
Euro 2024: ৩ বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন ২০২৪ ইউরো কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০২১-র ফাইনালিস্ট ইংল্যান্ডের৷ বার্লিনে জমজমাট রবিবার ইউরোপ সেরার ফাইনাল দেখল ফুটবল দুনিয়া৷ এদিন লা রোজা বাহিনীর হয়ে ম্যচের ৪৭ মিনিটে গোল করে নায়ক উইলিয়ামস জুনিয়র৷ এরপর ইংল্যান্ড এক গোল শোধ করলেও খেলার ৮৬ মিনিটে এরজাবালের গোলে ২-১ স্কোরলাইনে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন৷ Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তরুণ উইলিয়ামস এদিন শুরু থেকে ঝাঁঝের ঝলক দেখাচ্ছিলেন ৪৭ মিনিটে তাঁর পা থেকেই আসে প্রথম গোল৷ ২২ বছরের উইলিয়ামস এদিন লেফট উইং দিয়ে ক্ষিপ্র গতিতে উঠে এক ডিফেন্ডার ও ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করে স্পেনের হয়ে ফাইনালের প্রথম গোলটি করে দেন৷ এই গোলের পাসটি ছিল জোনাল মার্কিংয়ে বন্দি থাকা ইয়ামেলের৷৷ Photo- AP
advertisement
advertisement
advertisement