গ্রুপ লিগে কোনও ম্যাচ না জিতেই ইউরোর প্রি-কোয়ার্টারে উঠেছে পর্তুগাল ৷ এখন থেকে প্রতিটা ম্যাচই এক একটা ফাইনাল ৷ আজ, শনিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি পর্তুগীজরা ৷ দলের ভরসা সেই একজনই ৷ তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ নক আউট পর্বে তিনি জ্বলে ওঠেন কিনা, সেটাই এখন দেখার ৷