ক্রোয়েশিয়া হার্ডল কি টপকাতে পারবে রোনাল্ডো ব্রিগেড ?

Last Updated:
গ্রুপ লিগে কোনও ম্যাচ না জিতেই ইউরোর প্রি-কোয়ার্টারে উঠেছে পর্তুগাল ৷ এখন থেকে প্রতিটা ম্যাচই এক একটা ফাইনাল ৷ আজ, শনিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি পর্তুগীজরা ৷
1/5
 গ্রুপ লিগে কোনও ম্যাচ না জিতেই ইউরোর প্রি-কোয়ার্টারে উঠেছে পর্তুগাল ৷ এখন থেকে প্রতিটা ম্যাচই এক একটা ফাইনাল ৷ আজ, শনিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি পর্তুগীজরা ৷ দলের ভরসা সেই একজনই ৷ তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ নক আউট পর্বে তিনি জ্বলে ওঠেন কিনা, সেটাই এখন দেখার ৷
গ্রুপ লিগে কোনও ম্যাচ না জিতেই ইউরোর প্রি-কোয়ার্টারে উঠেছে পর্তুগাল ৷ এখন থেকে প্রতিটা ম্যাচই এক একটা ফাইনাল ৷ আজ, শনিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি পর্তুগীজরা ৷ দলের ভরসা সেই একজনই ৷ তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ নক আউট পর্বে তিনি জ্বলে ওঠেন কিনা, সেটাই এখন দেখার ৷
advertisement
2/5
পর্তুগালের টিমে এগারো জন রোনাল্ডো নেই। হাঙ্গেরির বিরুদ্ধে সিআরসেভেনের প্রথম গোলটা নিয়ে বহু বছর আলোচনা হতে পারে। রাইট উইং থেকে আসা নিচু ক্রসে ব্যাক হিল দিয়ে নিখুঁত ফিনিশ ছিল ওই গোলটি। টিম যে দেশে ফেরত যাওয়ার বিমানে ওঠেনি, তার কারণ রোনাল্ডোর দুর্দান্ত পারফরম্যান্স।
পর্তুগালের টিমে এগারো জন রোনাল্ডো নেই। হাঙ্গেরির বিরুদ্ধে সিআরসেভেনের প্রথম গোলটা নিয়ে বহু বছর আলোচনা হতে পারে। রাইট উইং থেকে আসা নিচু ক্রসে ব্যাক হিল দিয়ে নিখুঁত ফিনিশ ছিল ওই গোলটি। টিম যে দেশে ফেরত যাওয়ার বিমানে ওঠেনি, তার কারণ রোনাল্ডোর দুর্দান্ত পারফরম্যান্স।
advertisement
3/5
টিম পর্তুগালের প্র্যাকটিস সেশন ৷
টিম পর্তুগালের প্র্যাকটিস সেশন ৷
advertisement
4/5
2383612_w2
2383612_w2
advertisement
5/5
advertisement
advertisement
advertisement