England Vs West Indies In WT20: নামেই বিশ্বচ্যাম্পিয়ন! শুরুতেই কাত 'বড় দল', পাড়ার টিমের মতো ৫৫-তে অলআউট

Last Updated:
England vs West Indies Match Updates: দলে বাঘা বাঘা ব্যাটসম্যান। এদিকে বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমে ৫৫ রানে অলআউট।
1/5
নামেই তা হলে বিশ্বচ্যাম্পিয়ন! দলে কি না ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো বাঘা বাঘা ব্যাটসম্যান। এদিকে, ২০১৬ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কি না মাত্র ৫৫ রান অলআউট!
নামেই তা হলে বিশ্বচ্যাম্পিয়ন! দলে কি না ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো বাঘা বাঘা ব্যাটসম্যান। এদিকে, ২০১৬ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কি না মাত্র ৫৫ রান অলআউট!
advertisement
2/5
২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের বদলা এবার টি-২০ বিশ্বকাপের শুরুতেই নিয়ে নিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে তারা সাত উইকেটে হারাল. তাও ৭০ বল বাকি থাকতেই।
২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের বদলা এবার টি-২০ বিশ্বকাপের শুরুতেই নিয়ে নিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে তারা সাত উইকেটে হারাল. তাও ৭০ বল বাকি থাকতেই।
advertisement
3/5
ক্রিস গেইল ১৩, কায়রন পোলার্ড ৬, আন্দ্রে রাসেল ০, ডোয়েন ব্রাভো ৫। একমাত্র গেইল দুই অঙ্কের ঘরে রান করলেন। এদিকে খাতায়-কলমে ওয়েস্ট ইন্ডিজ কিনা টি-২০ স্পেশালিস্ট দল। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসাবেও তাদের ধরেছেন অনেকে। অথচ শুরুতেই এমন হোঁচট খেল তারা।
ক্রিস গেইল ১৩, কায়রন পোলার্ড ৬, আন্দ্রে রাসেল ০, ডোয়েন ব্রাভো ৫। একমাত্র গেইল দুই অঙ্কের ঘরে রান করলেন। এদিকে খাতায়-কলমে ওয়েস্ট ইন্ডিজ কিনা টি-২০ স্পেশালিস্ট দল। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসাবেও তাদের ধরেছেন অনেকে। অথচ শুরুতেই এমন হোঁচট খেল তারা।
advertisement
4/5
আদিল রাশিদ এদিন একাই শেষ করে দিলেন ক্যারিবিয়ান ইনিংস। তুলেন চারটি উইকেট। মঈন আলি পেলেন ২টি উইকেট। শুরু থেকেই নিয়মিত উইকেট খোয়াতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
আদিল রাশিদ এদিন একাই শেষ করে দিলেন ক্যারিবিয়ান ইনিংস। তুলেন চারটি উইকেট। মঈন আলি পেলেন ২টি উইকেট। শুরু থেকেই নিয়মিত উইকেট খোয়াতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
5/5
২০০৯, ২০১০ ও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। এর পর ২০১৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুবার হারায় ইংল্যান্ডকে। শেষমেশ ছবারের চেষ্টায় টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হারাল ব্রিটিশরা।
২০০৯, ২০১০ ও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। এর পর ২০১৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুবার হারায় ইংল্যান্ডকে। শেষমেশ ছবারের চেষ্টায় টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হারাল ব্রিটিশরা।
advertisement
advertisement
advertisement