Plane Crash: গোটা ফুটবল দল শেষ, ভয়ঙ্কর সেই বিমান দুর্ঘটনার কথা মনে আছে? বীভৎস সেই 'কালো দিন'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Plane Crash- সেদিন বেলগ্রেড থেকে ইউরোপিয়ান লিগের সেমিফাইনাল নিশ্চিত করে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ম্যান ইউয়ের ফুটবলার, কোচিং স্টাফ, সাংবাদিক-সহ ৪৪ জন। সেই অভিশপ্ত বিমান দুর্ঘটনার কথা আজও বলতে গেলে অনেকের বুক কেঁপে ওঠে।
advertisement
advertisement
advertisement
খারাপ আবহাওয়ার মাঝে প্রথম দুবার বিমান ওড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন পাইলট। তার পরও তৃতীয় বার বিমান ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু ভয়ঙ্কর তুষারপাতের কারণে রিয়েম এয়ারপোর্টের রানওয়ে থেকে উঠতে না পেরে সোজা রানওয়ে থেকে বেরিয়ে সামনে থাকা বাড়িঘরে আছড়ে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। ঘটনাস্থলে মারা যান বিমানের ২০ জন যাত্রী। বাকি ৩ জন মারা যান হাসপাতালে। এর মধ্যে নিহত হন ইউনাইটেডের ৮ জন খেলোয়াড়।
advertisement
ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ববি চার্লটন সেই দুর্ঘটনায় আহত হন মারাত্মকভাবে। বরাতজোরে বেঁচে যাওয়া খেলোয়াড়দের মধ্যে জনি বেরি ও জ্যাকি ব্ল্যাঙ্কফ্ল্যাওয়ার আর কখনও ফেরেননি ফুটবলের মাঠে। মোট ২১ জন বেঁচে গেলেও তাঁদের অনেকেই আহত হন মারাত্মকভাবে। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে স্বাভাবিক হতে অনেকেরই চলে গিয়েছিল অনেকটা সময়।
advertisement