বিশ্ব জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। আইপিএল দল গুজরাত টাইটান্সের ক্রিকেটাররাও সামিল হলেন এই উৎসবে।
ইদ উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়াকর করা হয় গুজরাত টাইটান্সের তরফে।
সতীর্থদের সঙ্গে ইদ উদযাপন করলেন বাংলার ক্রিকেটার মহম্মদ সামি। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাঁকে।
এছাড়াও গুজরাত টাইটান্সের তারকা আফগান স্পিনার রাশিদ খানও ইদ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানান। মিষ্টি মুখ করান সতীর্থদের।
মহম্মদ শামি, রাশিদ খান, নুর আহমেদদের সঙ্গে ইদের উৎসবে সামিল হন গুজরাত টাইটান্সের সকল ক্রিকেটাররা। সকলো মিলে আনন্দ ভাগ করে নেন।
শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামার আগে ইদ উদযাপন করেন গুজরাত টাইটানসের খেলোয়াড়রা।
সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তা সকলের মন ছুয়ে যায়। সকলকে একসঙ্গে ইদ পালন মন জিত নিয়েছে নেটিজেন দের।
এরপর ম্যাচেও রুদ্ধশ্বাস জয় পায় গুজরাত টাইটান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে গুজরাত। জবাবে ১২৮ করে লখনউ। ৭ রানে ম্যাচ জেতে গুজরাত।
...