শুরু হল ইডেন সংস্কারের প্রক্রিয়া! কেমন হতে চলেছে সকলের প্রিয় ইডেন গার্ডেন্সের নতুন রূপ? দেখে নিন এক ঝলকে। ইডেনে সব সময় ক্রিকেটের সব থেকে ভালো সুবিধা দেওয়া হয়। এ কথা বিশ্ব মানে। সেই কথা মাথায় রেখেই এবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল সিএবি! ইতিমধ্যেই ইডেনের লোয়ার টাওয়ারে অত্যাধুনিক দর্শকাসন তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। অভিষেক ডালমিয়া জানান, "বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম ইডেনের ক্লাব হাউসকে নতুন করে সংস্কার করে একেবারে আধুনিকতম করে তোলা হবে।" অভিষেক ডালমিয়া আরও জানান, "ক্লাব হাউসের অন্দরসজ্জা, ড্রেসিংরুম, মিডিয়া সেন্টারে প্রথম পর্যায়ের কাজ হবে।" এই সংস্কারের জন্য টেন্ডার প্রকাশ হয়েছে। ডিজাইন সিএবি অ্যাপেক্স কাউন্সিলের অনুমোদন পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। ডালমিয়া আরও জানান, " এ বছরের শেষেই একটা ঝকঝকে মর্ডান ক্লাব হাউস উপস্থাপন করা হবে।"