East Bengal: দলকে জেতালেন, ট্রফি তুলে দিলেন 'বাঙালির' হাতে, মন জিতে নিলেন ক্লেইটন

Last Updated:
East Bengal: অধিনায়ক হিসেবে শুধু দলকে ট্রফি এনে দেওয়াই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের বাঙালি ভাবাবেগকে সম্মাব দিয়ে যা করলেন ক্লেইটন, তাতে সকলের মন জিতে নিয়েছেন।
1/6
১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইের পর অবশেষে ৩-২ গোলে জিতে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১২ বছর পর ট্রফির খরা কেটেছে লাল-হলুদ ব্রিগেডের। স্বপ্নপূরণ হয়েছে ফ্যানেদের।
১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইের পর অবশেষে ৩-২ গোলে জিতে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১২ বছর পর ট্রফির খরা কেটেছে লাল-হলুদ ব্রিগেডের। স্বপ্নপূরণ হয়েছে ফ্যানেদের।
advertisement
2/6
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান নন্দকুমার। পরে ক্রেসপোর গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান নন্দকুমার। পরে ক্রেসপোর গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল।
advertisement
3/6
ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি পায় ওড়িশা। সেখান থেকে গোল করে ওড়িশাকে সমতায় ফেরান জহৌ। ২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি পায় ওড়িশা। সেখান থেকে গোল করে ওড়িশাকে সমতায় ফেরান জহৌ। ২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
advertisement
4/6
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলায় দুই দলই কোনও গোল করতে পারেনি। আর দ্বিতীয়ার্ঝের ১১১ মিনিটে অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিৎ করেন অধিনায়ক ক্লেইটন সিলভা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলায় দুই দলই কোনও গোল করতে পারেনি। আর দ্বিতীয়ার্ঝের ১১১ মিনিটে অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিৎ করেন অধিনায়ক ক্লেইটন সিলভা।
advertisement
5/6
অধিনায়ক হিসেবে শুধু দলকে ট্রফি এনে দেওয়াই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের বাঙালি ভাবাবেগকে সম্মাব দিয়ে যা করলেন ক্লেইটন, তাতে সকলের মন জিতে নিয়েছেন।
অধিনায়ক হিসেবে শুধু দলকে ট্রফি এনে দেওয়াই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের বাঙালি ভাবাবেগকে সম্মাব দিয়ে যা করলেন ক্লেইটন, তাতে সকলের মন জিতে নিয়েছেন।
advertisement
6/6
ম্যাচে ট্রফি দেওয়া সময় শৌভিক চক্রবর্তীর হাতে ক্যাপ্টেম আর্মব্যান্ড পরিয়ে দেন ক্লেইটন। শৌভিকের হাতেই ট্রফি তুলে দেন তিনি। শৌভিকও সৌজন্যতা দেখিয়ে দুজন মিলে একসঙ্গে ট্রফি তোলেন।
ম্যাচে ট্রফি দেওয়া সময় শৌভিক চক্রবর্তীর হাতে ক্যাপ্টেম আর্মব্যান্ড পরিয়ে দেন ক্লেইটন। শৌভিকের হাতেই ট্রফি তুলে দেন তিনি। শৌভিকও সৌজন্যতা দেখিয়ে দুজন মিলে একসঙ্গে ট্রফি তোলেন।
advertisement
advertisement
advertisement