advertisement

Karate Competition Result: ক্যারাটেতে বর্ধমানের জয়জয়কার, দাপট দেখল রাজ্য! ৭ প্রতিযোগীর ঝুলিতে এল ৪ সোনা-সহ ১২ পদক

Last Updated:
East Bardhaman Karate Competition Result: রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দাপট দেখাল পূর্ব বর্ধমান। ৭ জন প্রতিযোগী আনল চারটি স্বর্ণপদক, ছয়টি রুপো ও দু'টি ব্রোঞ্জ-সহ মোট ১২টি পদক। জেলার তরুণ ক্রীড়াবিদদের এই সাফল্যে খুশির হাওয়া গোটা বর্ধমানে।
1/6
১০ম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ - বেঙ্গল লিটল লিজেন্ডস কাপ ২০২৬-এ সাফল্য পূর্ব বর্ধমানের। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ টি স্কুল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
১০ম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ - বেঙ্গল লিটল লিজেন্ডস কাপ ২০২৬-এ সাফল্য পূর্ব বর্ধমানের। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ টি স্কুল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় '১০ম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ - বেঙ্গল লিটল লিজেন্ডস কাপ ২০২৬' অনুষ্ঠিত হয় কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে।
ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় '১০ম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ - বেঙ্গল লিটল লিজেন্ডস কাপ ২০২৬' অনুষ্ঠিত হয় কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে।
advertisement
3/6
এই বছর প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১২০টি স্কুল থেকে প্রায় ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলা থেকে মোট সাত জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। তারা মোট ১২ টি পদক জয় করেছে। চারটি স্বর্ণপদক, ছয়টি রুপো ও দু'টি ব্রোঞ্জ পদক জয় করেছে পূর্ব বর্ধমানের ছাত্র-ছাত্রীরা।
এই বছর প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১২০টি স্কুল থেকে প্রায় ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলা থেকে মোট সাত জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। তারা মোট ১২ টি পদক জয় করেছে। চারটি স্বর্ণপদক, ছয়টি রুপো ও দু'টি ব্রোঞ্জ পদক জয় করেছে পূর্ব বর্ধমানের ছাত্র-ছাত্রীরা।
advertisement
4/6
সেইসিনকাই পূর্ব বর্ধমান সংস্থার চেয়ারম্যান রেনসি দেবাশিস কুমার মণ্ডল জানিয়েছেন যে, এই প্রতিযোগিতায় জেলার মোট সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করে মোট ১২টি পদক জয়লাভ করেছে। যার মধ্যে রয়েছে চারটি সোনা, ছয়টি রুপো এবং ২দু'টিকে ব্রোঞ্জ পদক।
সেইসিনকাই পূর্ব বর্ধমান সংস্থার চেয়ারম্যান রেনসি দেবাশিস কুমার মণ্ডল জানিয়েছেন যে, এই প্রতিযোগিতায় জেলার মোট সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করে মোট ১২টি পদক জয়লাভ করেছে। যার মধ্যে রয়েছে চারটি সোনা, ছয়টি রুপো এবং ২দু'টিকে ব্রোঞ্জ পদক।
advertisement
5/6
পদক বিজয়ীরা হল - অয়নতিকা সাহা (কাতা - সোনা, কুমিতে - সোনা), মেঘা পাল (কাতা - সোনা, কুমিতে - রুপো), বৈদ্যুতি মন্ডল (কাতা - সোনা), শ্রেয়সী ঘোষ (কাতা - রুপো, কুমিতে - রুপো), অন্বয় খাঁ (কাতা - ব্রোঞ্জ, কুমিতে - রুপো), চন্দ্রিমা চক্রবর্তী (কাতা - রুপো, কুমিতে - ব্রোঞ্জ) এবং রিয়া ঠাকুর (কাতা - রুপো)।
পদক বিজয়ীরা হল - অয়নতিকা সাহা (কাতা - সোনা, কুমিতে - সোনা), মেঘা পাল (কাতা - সোনা, কুমিতে - রুপো), বৈদ্যুতি মন্ডল (কাতা - সোনা), শ্রেয়সী ঘোষ (কাতা - রুপো, কুমিতে - রুপো), অন্বয় খাঁ (কাতা - ব্রোঞ্জ, কুমিতে - রুপো), চন্দ্রিমা চক্রবর্তী (কাতা - রুপো, কুমিতে - ব্রোঞ্জ) এবং রিয়া ঠাকুর (কাতা - রুপো)।
advertisement
6/6
দেবাশীষ কুমার মণ্ডল বলেন, জেলার ক্যারাটে খেলোয়াড়দের এই অভাবনীয় সাফল্যে সকলে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সাফল্য আগামীদিনে অন্যদের অনুপ্রেরণা জোগাবে এবং তারাও এগিয়ে আসবে ক্যারাটেতে। এতে এক দিকে যেমন তারা শিখবে আত্মরক্ষার কৌশল তেমনই ভবিষ্যতে পেশা হিসেবেও তারা বেছে দিতে পারে ক্যারাটেকে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
দেবাশীষ কুমার মণ্ডল বলেন, জেলার ক্যারাটে খেলোয়াড়দের এই অভাবনীয় সাফল্যে সকলে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সাফল্য আগামীদিনে অন্যদের অনুপ্রেরণা জোগাবে এবং তারাও এগিয়ে আসবে ক্যারাটেতে। এতে এক দিকে যেমন তারা শিখবে আত্মরক্ষার কৌশল তেমনই ভবিষ্যতে পেশা হিসেবেও তারা বেছে দিতে পারে ক্যারাটেকে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement