SuryaKumar Yadav Love Story: 'লেডি লাক' একেই বলে! যা ধরছেন সূর্যকুমার, তাই যেন সোনা হয়ে যাচ্ছে!

Last Updated:
SuryaKumar Yadav Love Story: প্রেমিকা থেকে স্ত্রী, সূর্যকুমারের জীবন বদলে গেল লেডি-লাকে!
1/6
লেডি লাক তুঙ্গে তাঁর। নিজেই স্বীকার করেছিলেন সে কথা। সূর্যকুমার যাদব এখন যা ধরছেন তাই সোনায় পরিণত হচ্ছে।
লেডি লাক তুঙ্গে তাঁর। নিজেই স্বীকার করেছিলেন সে কথা। সূর্যকুমার যাদব এখন যা ধরছেন তাই সোনায় পরিণত হচ্ছে।
advertisement
2/6
স্ত্রী দেবিশা সেট্টির সঙ্গে সূর্যকুমার যাদবের দেখা হয়েছিল কলেজে। প্রথমে বন্ধুত্ব, তার পর প্রেম। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত।
স্ত্রী দেবিশা সেট্টির সঙ্গে সূর্যকুমার যাদবের দেখা হয়েছিল কলেজে। প্রথমে বন্ধুত্ব, তার পর প্রেম। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত।
advertisement
3/6
সূর্যকুমার এক সাক্ষাত্কারে বলেছিলেন, তাঁর জীবনে দেবিশার অবদান অনেকটাই। বিশেষ করে তাঁর কেরিয়ারে। সূর্যকুমার যাদব এখন ভারতীয় সমর্থকদের নয়নের মণি। প্রায় একার হাতেই ম্যাচ জিতিয়ে দিচ্ছেন।
সূর্যকুমার এক সাক্ষাত্কারে বলেছিলেন, তাঁর জীবনে দেবিশার অবদান অনেকটাই। বিশেষ করে তাঁর কেরিয়ারে। সূর্যকুমার যাদব এখন ভারতীয় সমর্থকদের নয়নের মণি। প্রায় একার হাতেই ম্যাচ জিতিয়ে দিচ্ছেন।
advertisement
4/6
দেবিশা শেট্টি দুর্দান্ত ডান্সার। দেবিশার ডান্স দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন সূর্ষকুমার। এদিক সূর্যকুমারের ছক্কা হাঁকানো দেখে তাঁকে মন দিয়ে ফেলেছিলেন দেবিশা।
দেবিশা শেট্টি দুর্দান্ত ডান্সার। দেবিশার ডান্স দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন সূর্ষকুমার। এদিক সূর্যকুমারের ছক্কা হাঁকানো দেখে তাঁকে মন দিয়ে ফেলেছিলেন দেবিশা।
advertisement
5/6
২০১৬ সালে বিয়ে করেন সূর্যকুমার ও দেবিশা। সূর্যকুমারের জীবনে লেডি লাক হয়ে আসেন তিনি।
২০১৬ সালে বিয়ে করেন সূর্যকুমার ও দেবিশা। সূর্যকুমারের জীবনে লেডি লাক হয়ে আসেন তিনি।
advertisement
6/6
যখনই সুযোগ পেয়েছেন, ভারতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন সূর্যকুমার। ভক্তরা এখন তাঁকে ভালবেসে স্কাই বলে ডাকছে।
যখনই সুযোগ পেয়েছেন, ভারতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন সূর্যকুমার। ভক্তরা এখন তাঁকে ভালবেসে স্কাই বলে ডাকছে।
advertisement
advertisement
advertisement