#CWC2019: লঙ্গরে খেয়েই রোজ অনুশীলনে যেতেন পন্থ

Last Updated:
জেনে নিন তরুণ ক্রিকেটারের লড়াইয়ের কাহিনি...আর আজ তাঁর সামনে বিশ্বকাপে যাওয়ার হাতছানি
1/5
সাফল্য সবসময়েই উজ্জ্বল ৷ হাজার ওয়াটের আলো তখন গিয়ে পড়ে যিনি সফলতা পান তাঁর ওপর ৷ কিন্তু তাঁর লড়াই থাকে অপরিসীম ৷ ঋষভ পন্থ কে বিসিসিআইয়ের পক্ষ থেকে তৈরি থাকতে বলা হয়েছে  বিশ্বকাপের জন্য ৷ কিন্তু তাঁর আগে তাঁর লড়াই কতটা শক্ত ছিল জানেন কি ৷ Photo -PTI
সাফল্য সবসময়েই উজ্জ্বল ৷ হাজার ওয়াটের আলো তখন গিয়ে পড়ে যিনি সফলতা পান তাঁর ওপর ৷ কিন্তু তাঁর লড়াই থাকে অপরিসীম ৷ ঋষভ পন্থ কে বিসিসিআইয়ের পক্ষ থেকে তৈরি থাকতে বলা হয়েছে বিশ্বকাপের জন্য ৷ কিন্তু তাঁর আগে তাঁর লড়াই কতটা শক্ত ছিল জানেন কি ৷ Photo -PTI
advertisement
2/5
এবারের আইপিএলে ঋষভ পন্থের দুরন্ত পারফরম্যান্সের পরেই অনেকেই সওয়াল করেছিলেন কেন বিশ্বকাপের দলে জায়গা হবে না পন্থের ৷ সেসময় অবশ্য কিছু করা যায়নি ৷ তবে শিখর ধাওয়ান চোটের কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে যেতেই ফের সামনে এসেছে পন্থের নাম ৷ Photo -PTI
এবারের আইপিএলে ঋষভ পন্থের দুরন্ত পারফরম্যান্সের পরেই অনেকেই সওয়াল করেছিলেন কেন বিশ্বকাপের দলে জায়গা হবে না পন্থের ৷ সেসময় অবশ্য কিছু করা যায়নি ৷ তবে শিখর ধাওয়ান চোটের কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে যেতেই ফের সামনে এসেছে পন্থের নাম ৷ Photo -PTI
advertisement
3/5
ঋষভ পন্থ যখন প্রথম দিল্লির ক্রিকেট অ্যাকাডেমিতে এসেছিলেন তখন তিনি রুড়কি থেকে ট্যালেন্টহান্টের খবর পেয়ে মায়ের সঙ্গে এসেছিলেন ৷ এমনটাই জানিয়েছেন পন্থের কোচ তারক সিনহা ৷ Photo -AP
ঋষভ পন্থ যখন প্রথম দিল্লির ক্রিকেট অ্যাকাডেমিতে এসেছিলেন তখন তিনি রুড়কি থেকে ট্যালেন্টহান্টের খবর পেয়ে মায়ের সঙ্গে এসেছিলেন ৷ এমনটাই জানিয়েছেন পন্থের কোচ তারক সিনহা ৷ Photo -AP
advertisement
4/5
ঋষভ পন্থ মায়ের সঙ্গে দিল্লিতে যখন এসেছিলেন তখন তাঁর থাকার কোনও জায়গা ছিল না ৷ তখন গুরদ্বারে থাকতেন তিনি ৷ মা সেখানে সেবা করতেন আর গুরুদ্বারের লঙ্গরে খেয়েই অনুশীলনে চলে আসতেন তিনি ৷ Photo -PTI
ঋষভ পন্থ মায়ের সঙ্গে দিল্লিতে যখন এসেছিলেন তখন তাঁর থাকার কোনও জায়গা ছিল না ৷ তখন গুরদ্বারে থাকতেন তিনি ৷ মা সেখানে সেবা করতেন আর গুরুদ্বারের লঙ্গরে খেয়েই অনুশীলনে চলে আসতেন তিনি ৷ Photo -PTI
advertisement
5/5
ঋষভ পন্থ এহেন কষ্ট করে নিজেকে তৈরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর এবার কি স্যিই বিশ্বকাপের টিকিট ৷ Photo -AP
ঋষভ পন্থ এহেন কষ্ট করে নিজেকে তৈরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর এবার কি স্যিই বিশ্বকাপের টিকিট ৷ Photo -AP
advertisement
advertisement
advertisement