সাফল্য সবসময়েই উজ্জ্বল ৷ হাজার ওয়াটের আলো তখন গিয়ে পড়ে যিনি সফলতা পান তাঁর ওপর ৷ কিন্তু তাঁর লড়াই থাকে অপরিসীম ৷ ঋষভ পন্থ কে বিসিসিআইয়ের পক্ষ থেকে তৈরি থাকতে বলা হয়েছে বিশ্বকাপের জন্য ৷ কিন্তু তাঁর আগে তাঁর লড়াই কতটা শক্ত ছিল জানেন কি ৷ Photo -PTI