Suresh Raina Unsold In Ipl Auction 2022: 'মিস্টার আইপিএল' তিনি, সেই সুরেশ রায়না কিনা এবার আইপিএলে অবিক্রিত!

Last Updated:
Suresh Raina Is Unold In Ipl Auction: সুরেশ রায়নার জন্য দর হাঁকাল না কেউ! ভাবা যায়!
1/5
তাঁকে বলা হত মিস্টার আইপিএল। চেন্নাইয়ের জার্সি গায়ে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স মন কাড়ত সকলের। সেই সুরেশ রায়নার আইপিএল কেরিয়ার কি না শেষ! ক্রিকেটপ্রেমীরা তো এমন বাস্তব মানতেই পারবেন না।
তাঁকে বলা হত মিস্টার আইপিএল। চেন্নাইয়ের জার্সি গায়ে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স মন কাড়ত সকলের। সেই সুরেশ রায়নার আইপিএল কেরিয়ার কি না শেষ! ক্রিকেটপ্রেমীরা তো এমন বাস্তব মানতেই পারবেন না।
advertisement
2/5
২ কোটি টাকা বেস প্রাইজ ছিল সুরেশ রায়নার। তাঁর মতো অলরাউন্ডার যে কোনও দলের কাছে সম্পদ। তবে এবার রায়নাকে কোনও ফ্র্যাঞ্চাইজি কিনতেই চাইল না। নিলামের প্রথম দিনে অবিক্রিত থেকে গেলেন রায়না।
২ কোটি টাকা বেস প্রাইজ ছিল সুরেশ রায়নার। তাঁর মতো অলরাউন্ডার যে কোনও দলের কাছে সম্পদ। তবে এবার রায়নাকে কোনও ফ্র্যাঞ্চাইজি কিনতেই চাইল না। নিলামের প্রথম দিনে অবিক্রিত থেকে গেলেন রায়না।
advertisement
3/5
সুরেশ রায়নার নিজের পক্ষেও হয়তো এম বাস্তব মেনে নেওয়া কঠিন। তিনি নিজেও হয়তো ভাবেননি, তাঁকে কোনও দল নিতে আগ্রহ দেখাবে না! শেষমেশ রায়নার জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দর হাকাল না। নিলামের প্রথম দিন আবিক্রিত থাকলেন আরও এক তারকা। স্টিভ স্মিথ।
সুরেশ রায়নার নিজের পক্ষেও হয়তো এম বাস্তব মেনে নেওয়া কঠিন। তিনি নিজেও হয়তো ভাবেননি, তাঁকে কোনও দল নিতে আগ্রহ দেখাবে না! শেষমেশ রায়নার জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দর হাকাল না। নিলামের প্রথম দিন আবিক্রিত থাকলেন আরও এক তারকা। স্টিভ স্মিথ।
advertisement
4/5
ধোনির চেন্নাই সুপার কিংসে রায়না ছিলেন অন্যতম যোদ্ধা। মিডল অর্ডারে তিনি ছিলেন ভরসার মুখ। তার উপর রানয়ার অসাধার্ণ ফিল্ডিং স্কিল তো ছিলই। কিন্তু সেই রায়নার আইপিএল কেরিয়ার কার্যত শেষ।
ধোনির চেন্নাই সুপার কিংসে রায়না ছিলেন অন্যতম যোদ্ধা। মিডল অর্ডারে তিনি ছিলেন ভরসার মুখ। তার উপর রানয়ার অসাধার্ণ ফিল্ডিং স্কিল তো ছিলই। কিন্তু সেই রায়নার আইপিএল কেরিয়ার কার্যত শেষ।
advertisement
5/5
সুরেশ রায়না ও স্টিভ স্মিথের মতো আরও একজন আনসোল্ড থেকে গেলেন। তিনি ডেভিড মিলার। রায়না, মিলার, স্মিথের মতো তারকারা একটা সময় দাপিয়ে আইপিএল খেলেছেন। কিন্তু এবার আর তাঁদের ভাগ্যের শিঁকে ছিড়ল না।
সুরেশ রায়না ও স্টিভ স্মিথের মতো আরও একজন আনসোল্ড থেকে গেলেন। তিনি ডেভিড মিলার। রায়না, মিলার, স্মিথের মতো তারকারা একটা সময় দাপিয়ে আইপিএল খেলেছেন। কিন্তু এবার আর তাঁদের ভাগ্যের শিঁকে ছিড়ল না।
advertisement
advertisement
advertisement