Cricketer Love Story: বন্ধুত্ব দিয়ে শুরু নাকি প্রথম দেখাতেই প্রেম! কাশ্মীরের কন্যার বলে কী করে বোল্ড হলেন সরফরাজ, রইল প্রেম কাহিনী

Last Updated:
Cricketer Love Story: রোমানা শুরু থেকেই সরফরাজের জন্য মাঠে যেতেন৷ প্রথমবার অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁদের দেখা হয়৷
1/11
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে একাধিক ক্রিকেটারের এক সে বড়কর এক পারফরম্যান্স হয়েছে৷ তবে সবচেয়ে নজর কেড়েছেন যিনি অভিষেক টেস্টেই অর্ধ শতরান করা সরফরাজ খান৷ পাশাপাশি তাঁর বিবিও চলে এসেছেন মিডিয়ার ও সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে৷ দৃঢ় সংকল্প এবং দক্ষতার মিশেলে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ইনিংস উপহার দিয়েছেন তিনি৷ 
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে একাধিক ক্রিকেটারের এক সে বড়কর এক পারফরম্যান্স হয়েছে৷ তবে সবচেয়ে নজর কেড়েছেন যিনি অভিষেক টেস্টেই অর্ধ শতরান করা সরফরাজ খান৷ পাশাপাশি তাঁর বিবিও চলে এসেছেন মিডিয়ার ও সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে৷ দৃঢ় সংকল্প এবং দক্ষতার মিশেলে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ইনিংস উপহার দিয়েছেন তিনি৷ 
advertisement
2/11
সরফরাজ খান রাজকোটের সদ্য তৈরি হওয়া নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মন কাড়া পারফরম্যান্স দিয়ে যেমন দর্শকদের হাততালি পেয়েছেন তেমনিই গ্যালারিতে হাজির স্ত্রীও তাঁকে উষ্ণতায় ভরিয়ে দিয়েছেন৷
সরফরাজ খান রাজকোটের সদ্য তৈরি হওয়া নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মন কাড়া পারফরম্যান্স দিয়ে যেমন দর্শকদের হাততালি পেয়েছেন তেমনিই গ্যালারিতে হাজির স্ত্রীও তাঁকে উষ্ণতায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
3/11
সরফরাজের  স্ত্রী-র নাম  রোমানা। তিনি একজন কাশ্মীরি কন্যা৷  ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে প্রথম রান করার সময় সরফরাজের স্ত্রী রোমানা স্টেডিয়ামে সেদিন ছিলেন হিজাবে৷
সরফরাজের  স্ত্রী-র নাম  রোমানা। তিনি একজন কাশ্মীরি কন্যা৷  ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে প্রথম রান করার সময় সরফরাজের স্ত্রী রোমানা স্টেডিয়ামে সেদিন ছিলেন হিজাবে৷
advertisement
4/11
ভবিষ্যতের তারকা সুন্দরী স্ত্রীকে নিয়ে সেদিন থেকে সার্চ ইঞ্জিনে একের পর এক তথ্য জানতে চাইছে মানুষ৷ সরফরাজের স্ত্রীর নাম রোমানা জহর৷
ভবিষ্যতের তারকা সুন্দরী স্ত্রীকে নিয়ে সেদিন থেকে সার্চ ইঞ্জিনে একের পর এক তথ্য জানতে চাইছে মানুষ৷ সরফরাজের স্ত্রীর নাম রোমানা জহর৷
advertisement
5/11
কাশ্মীরের সোপিয়ান জেলার মেয়ে রোমানা৷ তিনি মুম্বইয়ের উঠতি ট্যালেন্ট সরফরাজ খানের অর্ধাঙ্গিনী৷
কাশ্মীরের সোপিয়ান জেলার মেয়ে রোমানা৷ তিনি মুম্বইয়ের উঠতি ট্যালেন্ট সরফরাজ খানের অর্ধাঙ্গিনী৷
advertisement
6/11
সরফরাজ খান ও রোমানা প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করেন দিল্লিতে৷
সরফরাজ খান ও রোমানা প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করেন দিল্লিতে৷
advertisement
7/11
বন্ধুত্ব থেকে শুরু করে তারপরে একে অপরের প্রেমে পড়ে যান এই দুই লভ বার্ড৷
বন্ধুত্ব থেকে শুরু করে তারপরে একে অপরের প্রেমে পড়ে যান এই দুই লভ বার্ড৷
advertisement
8/11
রোমানা এমসি পড়ছিলেন দিল্লিতে, তখন তাঁর এক বন্ধু যে সরফরাজের কাজিন তাঁর ও সরফরাজের আলাপ করিয়ে দেন৷
রোমানা এমসি পড়ছিলেন দিল্লিতে, তখন তাঁর এক বন্ধু যে সরফরাজের কাজিন তাঁর ও সরফরাজের আলাপ করিয়ে দেন৷
advertisement
9/11
রোমানা শুরু থেকেই সরফরাজের জন্য মাঠে যেতেন৷ প্রথমবার অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁদের দেখা হয়৷
রোমানা শুরু থেকেই সরফরাজের জন্য মাঠে যেতেন৷ প্রথমবার অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁদের দেখা হয়৷
advertisement
10/11
সরফরাজের জন্য প্রথম দেখাতেই লভ অ্যাট ফার্স্ট সাইট হিসেবে ছিল৷ তিনি নিজের কাজিনকে বলেন যে তিনি ওই মেয়েটির সঙ্গে আবার দেখা করতে চান৷
সরফরাজের জন্য প্রথম দেখাতেই লভ অ্যাট ফার্স্ট সাইট হিসেবে ছিল৷ তিনি নিজের কাজিনকে বলেন যে তিনি ওই মেয়েটির সঙ্গে আবার দেখা করতে চান৷
advertisement
11/11
দুই পরিবারের সম্মতি পাওয়ার পরই প্রেমকে পূর্ণতা দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা৷ আবদ্ধ হন বিবাহ বন্ধনে৷ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিনে তাঁর দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী হতে মাঠে গ্যালারিতে হাজির ছিলেন রোমানা৷ 
দুই পরিবারের সম্মতি পাওয়ার পরই প্রেমকে পূর্ণতা দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা৷ আবদ্ধ হন বিবাহ বন্ধনে৷ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিনে তাঁর দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী হতে মাঠে গ্যালারিতে হাজির ছিলেন রোমানা৷ 
advertisement
advertisement
advertisement