অনুষ্কা শর্মার সঙ্গে প্রথম আলাপে ঠিক কী বলেছিলেন বিরাট কোহলি, জানেন কি ?
Last Updated:
বিরাট ও অনুষ্কা -র প্রথম দেখা কেমন ছিল, এটা কি লাভ অ্যাট ফার্স্ট সাইট, নাকি প্রথম কথাতে ছিল ফ্লপ শো!
অনুষ্কা শর্মা -র সঙ্গে বিরাট কোহলি যেন একদম মেড ফর ইচ আদার ৷ তাঁদের প্রেমপর্ব যেমন রঙিন ছিল , ঠিক তেমনিই বর্ণময় তাঁদের দাম্পত্য জীবন ৷ বিরুষ্কা ফ্যানরা তাঁদেরকে নিজেদের আইডিয়াল মানেন , জানেন তাঁদের সব কথাই ৷ তবে জানেন কি বিরাট অনুষ্কার প্রথম দেখা কবে ৷ কিম্বা জানেন কি ঠিক কি কথা হয়েছিল দু‘জনের মধ্যে ৷Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি অনুষ্কাকে বলেছিলেন, ‘‘আমি হাসানোর চেষ্টা করছিলাম ৷ সেটা সে সময় ঠিক ছিল না ৷ ওকে বলা হয়েছিল আমি অতটা লম্বা নই ৷ আমি ছ ফিট বা তার কাছাকাছি নই , কিন্তু খুব কম লম্বাও নই ৷ তাই ওকে বলা হয়েছিল বেশি হিল পরবে না ৷ ও তাই কম হিল পরে এসেছিল ৷ আমি ওকে আরও লম্বা ভেবেছিলাম তাই বলেছিলাম তোমার কাছে এর চেয়ে বেশি হিল ছিল না ৷ ও ঘাবড়ে গিয়ে বিরক্তমতো হয়েছিল ৷ তখন বলেছিলাম আমি শুধু ইয়ার্কি করছি ৷
advertisement

