কী হবে বিরাট কোহলির? দারুণ চাপে রেখেছেন ‘এই’ তিন তারকা ক্রিকেটার

Last Updated:
হঠাৎ করেই কোহলি এখন চাপে?
1/6
ICC -র সাম্প্রতিকতম টেস্ট র‍্যাঙ্কিংয়ে (ICC Test Rankings)  এই সপ্তাহে বড়সড় বদল এসেছে৷ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)  ব্যাটসম্যানদের তালিকার ২ নম্বরে এসে গেছেন৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি  (Virat Kohli) এই পজিশনে আগেই ছিলেন৷  এই মুহূর্তে বিরাট ও কেনের টেস্ট পয়েন্ট ৮৮৬৷ এদিকে স্টিভ স্মিথ  (Steve Smith)  ৯১১  পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন৷ এই তিনজনকে সবসময়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root) -এই মুহূর্তে তিনি ক্রমতালিকার ৯ নম্বর স্থানে রয়েছেন৷ Photo- File
ICC -র সাম্প্রতিকতম টেস্ট র‍্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) এই সপ্তাহে বড়সড় বদল এসেছে৷ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) ব্যাটসম্যানদের তালিকার ২ নম্বরে এসে গেছেন৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এই পজিশনে আগেই ছিলেন৷ এই মুহূর্তে বিরাট ও কেনের টেস্ট পয়েন্ট ৮৮৬৷ এদিকে স্টিভ স্মিথ (Steve Smith) ৯১১ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন৷ এই তিনজনকে সবসময়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root) -এই মুহূর্তে তিনি ক্রমতালিকার ৯ নম্বর স্থানে রয়েছেন৷ Photo- File
advertisement
2/6
গত ৩-৪ বছরে এই চার ক্রিকেটারের মধ্যে জবরদস্ত লড়াই চলছে৷ এই রেসে সবসময়েই বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই চলে৷ আর উইলিয়ামসন ও রুট সবসময়েই কোহলি ও স্মিথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে থাকেন৷ বর্তমানে টেস্ট ক্রিকেটে কে সেরা তা নিয়ে প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞদের নানা মত ও রায় রয়েছে৷ Photo- File
গত ৩-৪ বছরে এই চার ক্রিকেটারের মধ্যে জবরদস্ত লড়াই চলছে৷ এই রেসে সবসময়েই বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই চলে৷ আর উইলিয়ামসন ও রুট সবসময়েই কোহলি ও স্মিথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে থাকেন৷ বর্তমানে টেস্ট ক্রিকেটে কে সেরা তা নিয়ে প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞদের নানা মত ও রায় রয়েছে৷ Photo- File
advertisement
3/6
সবচেয়ে বেশি রান- এই মুহূর্তে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ চিনি ৯৭ টি টেস্টে ৭৮২৩ রান করেছেন৷ ৭২৪০ রান করে বিরাট রয়েছেন দু নম্বরে৷ স্টিভ স্মিথ ৭২২৭ রানের মালিক আর কেন উইলিয়ামসন ৬৭২৭ রান করেছেন৷ Photo- File
সবচেয়ে বেশি রান- এই মুহূর্তে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ চিনি ৯৭ টি টেস্টে ৭৮২৩ রান করেছেন৷ ৭২৪০ রান করে বিরাট রয়েছেন দু নম্বরে৷ স্টিভ স্মিথ ৭২২৭ রানের মালিক আর কেন উইলিয়ামসন ৬৭২৭ রান করেছেন৷ Photo- File
advertisement
4/6
সবচেয়ে বেশি শতরান- এই তালিকায় বিরাট কোহলি সবার আগে৷ বিরাট এখনও অবধি ২৭ টি শতরান করেছেন৷ ঠিক একটি সেঞ্চুরি পিছিয়ে সর্বক্ষণ বিরাটকে চ্যালেঞ্জের মধ্যে রেখেছেন স্টিভ স্মিথ৷ উইলিয়ামসন এখনও অবধি ২২ টি শতরান করেছেন৷ জো রুট এই তালিকায় সবচেয়ে পিছনে ৷ তাঁর ঝোলায় মাত্র ১৭ টি শতরান করেছেন৷ Photo- File
সবচেয়ে বেশি শতরান- এই তালিকায় বিরাট কোহলি সবার আগে৷ বিরাট এখনও অবধি ২৭ টি শতরান করেছেন৷ ঠিক একটি সেঞ্চুরি পিছিয়ে সর্বক্ষণ বিরাটকে চ্যালেঞ্জের মধ্যে রেখেছেন স্টিভ স্মিথ৷ উইলিয়ামসন এখনও অবধি ২২ টি শতরান করেছেন৷ জো রুট এই তালিকায় সবচেয়ে পিছনে ৷ তাঁর ঝোলায় মাত্র ১৭ টি শতরান করেছেন৷ Photo- File
advertisement
5/6
সবচেয়ে বেশি গড় - একজন ক্রিকেটের গড় যত বেশি তিনি তত বড় মাপের ক্রিকেটার এই মত অনেকেরই৷ এই ব্যাটিং গড়ের তালিকায় এই চার ক্রিকেটারের মধ্যে এক নম্বর স্টিভ স্মিথ৷ তাঁর ব্যাটিং গড় ৬২.৮৪৷ স্মিথের গড় শুধুমাত্র লেজেন্ড ডন ব্র্যাডম্যান (৯৯.৯৪) -র পিছনে৷ এই গড়ের তালিকার ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷ তাঁর গড় বিরাট কোহলি ৫৩.৬২৷ উইলিয়ামসন ৫২.৫৫ গড় আর জো রুটের গড় ৪৭.৯৯ ৷ Photo- File
সবচেয়ে বেশি গড় - একজন ক্রিকেটের গড় যত বেশি তিনি তত বড় মাপের ক্রিকেটার এই মত অনেকেরই৷ এই ব্যাটিং গড়ের তালিকায় এই চার ক্রিকেটারের মধ্যে এক নম্বর স্টিভ স্মিথ৷ তাঁর ব্যাটিং গড় ৬২.৮৪৷ স্মিথের গড় শুধুমাত্র লেজেন্ড ডন ব্র্যাডম্যান (৯৯.৯৪) -র পিছনে৷ এই গড়ের তালিকার ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷ তাঁর গড় বিরাট কোহলি ৫৩.৬২৷ উইলিয়ামসন ৫২.৫৫ গড় আর জো রুটের গড় ৪৭.৯৯ ৷ Photo- File
advertisement
6/6
সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি- দ্বিশতরানের নিরিখে বিরাট কোহলি সবচেয়ে আগে রয়েছেন৷ বিরাট ৭ টি দ্বিশতরান৷ উইলিয়ামসন, জো রুট, স্মিথ এই তিনজনের ৩ টি করে দ্বি শতরান রয়েছে৷ Photo- File
সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি- দ্বিশতরানের নিরিখে বিরাট কোহলি সবচেয়ে আগে রয়েছেন৷ বিরাট ৭ টি দ্বিশতরান৷ উইলিয়ামসন, জো রুট, স্মিথ এই তিনজনের ৩ টি করে দ্বি শতরান রয়েছে৷ Photo- File
advertisement
advertisement
advertisement