

ক্রিকেট আর বলিউডের সম্পর্ক বহুদিনের ৷ পতৌদি-শর্মিলা, আজহার-সঙ্গীতা বিজলানি, হালফিলের অনুষ্কা-বিরাট ৷ তবে গুঞ্জন যা শোনা যাচ্ছে, তাতে ফের হয়তো ক্রিকেট ও বলিউড জুটি বাঁধতে চলেছে ৷ ভাবছেন এবার কে? ক্রিকেটারটি কেএল রাহুল আর নায়িকা কে ? Photo- Instagram


বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার কে এল রাহুলের মন মজেছে৷ আর তাঁর মনে রঙ ধরিয়েছেন সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি৷


আর এই এই জল্হ্যাঁপনা কবে সিলমোহর পাবে সেই দিন যারা গুনছেন তাদের হাতে হঠাৎই চলে এলে চমৎকার ক্লু ৷


বেশ কিছুদিন ধরে মুম্বইয়ের এদিক-ওদিক দেখা গিয়েছে এই দু’জনকে ৷ এমনকী, ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজেদের ছবিও ৷যদিও সেটা ছিল আথিয়া ও কেএল রাহুলের কমন ফ্রেন্ড আকাঙ্খারঞ্জন কাপুর ৷


তবে আথিয়ার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট আলো আঁধারিতে চলতে থাকা প্রেমকে বেশ খানিকটা সামনে এনে দিয়েছে ৷ Photo- Instagram