ক্রিকেট আর বলিউডের সম্পর্ক বহুদিনের ৷ পতৌদি-শর্মিলা, আজহার-সঙ্গীতা বিজলানি, হালফিলের অনুষ্কা-বিরাট ৷ তবে গুঞ্জন যা শোনা যাচ্ছে, তাতে ফের হয়তো ক্রিকেট ও বলিউড জুটি বাঁধতে চলেছে ৷ ভাবছেন এবার কে? ক্রিকেটারটি কেএল রাহুল আর নায়িকা কে ? Photo- Instagram
advertisement
2/8
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার কে এল রাহুলের মন মজেছে৷ আর তাঁর মনে রঙ ধরিয়েছেন সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি৷
advertisement
3/8
শোনা যাচ্ছে ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার কে এল রাহুলের মন নাকি আজকাল ঝুঁকেছে সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির দিকে !
advertisement
4/8
হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ ভারতীয় দলের হ্যান্ডসাম এখন প্রেমে মজেছেন আথিয়ার ৷
advertisement
5/8
তবে এই ব্যাপারে কোনওরকম মন্তব্য করছেন না আথিয়া শেট্টি বা কে এ রাহুল কেউ-ই !
advertisement
6/8
বেশ কিছুদিন ধরে মুম্বইয়ের এদিক-ওদিক দেখা গিয়েছে এই দু’জনকে ৷ এমনকী, ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজেদের ছবিও ৷
advertisement
7/8
তবে আথিয়ার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট আলো আঁধারিতে চলতে থাকা প্রেমকে বেশ খানিকটা সামনে এনে দিয়েছে ৷ Photo- Instagram
advertisement
8/8
আথিয়ার পোস্টে বলিউডের ফেভারিট কম্টিউম ডিজাইনার বিক্রম ফানদিশ লিখেছেন এখন বেশ এক্সাসাইটেড রয়েছেন আথিয়া, তাহলে কেএলে ঘুরে আসা যাক৷ তারপর ইয়ার্কি মেরে বলেছেন কুয়ালালামপুর ৷ আবার আম্পায়রকে নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ বেশ লুকাছুপি প্রেমের ‘পোলখোল’Photo- Instagram