সৌরভ গঙ্গোপাধ্যায় আপমোড় বাঙালি ক্রিকেটভক্তই দাদা-র ফ্যান ৷ আর যাঁরা ক্রিকেট ফ্যান ছিলেন না তাঁরাও দাদা-র সূত্র ধরে ক্রিকেট ভালোবাসতে শিখে গেছেন ৷ সম্প্রতি দাদা এক সাক্ষাৎকারে নিজের বায়োপিক নিয়ে খোলামেলা কথা বলেছেন ৷ Photo- Sourav Ganguly / Instagram Handle