#INDvsNZ: হিটম্যান যখন সুপারম্যান! রোহিতের দুরন্ত ক্যাচে মজে নেটিজেনরা

Last Updated:
এই ক্যাচ না দেখা থাকলে কিন্তু বড় মিস
1/5
সপ্তাহ খানেকও হয়নি, দলের হয়ে গুরুত্বপূর্ণ রান বাঁচানো ও উইকেট নেওয়ার তাগিদে শরীর ছুঁড়ে দিয়েছিলেন রোহিত শর্মা ৷ চোট নিয়ে সাংবাদিক সম্মেলনে বিবৃতি দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে সে চোট খুব ভয়ের ছিল না ৷ তবে এ ধরণের ক্রিকেটাররা যে কোনও অবস্থাতেই নিজেদের সেরাটা দিতে থামেন না তা বারবার প্রমাণ হয় ৷ তেমনটাই আবার প্রমাণ করলেন রোহিত শর্মা ৷ Photo- AFP
সপ্তাহ খানেকও হয়নি, দলের হয়ে গুরুত্বপূর্ণ রান বাঁচানো ও উইকেট নেওয়ার তাগিদে শরীর ছুঁড়ে দিয়েছিলেন রোহিত শর্মা ৷ চোট নিয়ে সাংবাদিক সম্মেলনে বিবৃতি দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে সে চোট খুব ভয়ের ছিল না ৷ তবে এ ধরণের ক্রিকেটাররা যে কোনও অবস্থাতেই নিজেদের সেরাটা দিতে থামেন না তা বারবার প্রমাণ হয় ৷ তেমনটাই আবার প্রমাণ করলেন রোহিত শর্মা ৷ Photo- AFP
advertisement
2/5
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি টোয়েন্টি মার্টিন গাপ্তিল কে দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরালেন রোহিত শর্মা ৷ Photo Courtesy- Twitter
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি টোয়েন্টি মার্টিন গাপ্তিল কে দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরালেন রোহিত শর্মা ৷ Photo Courtesy- Twitter
advertisement
3/5
ইডেন পার্কে ম্যাচের আট ওভারে যখন শিভম দুবে বল করছিলেন তখন বড় শট নেন তিনি ৷ আর সেই শটেই হিটম্যান সুপার ম্যানের কায়দায় শূন্যে দেহ ভাসিয়ে ক্যাচটি ধরেন ৷  Photo Courtesy- Twitter
ইডেন পার্কে ম্যাচের আট ওভারে যখন শিভম দুবে বল করছিলেন তখন বড় শট নেন তিনি ৷ আর সেই শটেই হিটম্যান সুপার ম্যানের কায়দায় শূন্যে দেহ ভাসিয়ে ক্যাচটি ধরেন ৷ Photo Courtesy- Twitter
advertisement
4/5
বাউন্ডারি যখন পেরিয়ে যাচ্ছে তখন তিনি বলটি ছুঁড়ে ফেলে দেন তারপর আবার বাউন্ডারি পেরিয়ে এসে ফের ক্যাচ ধরে নেন তিনি ৷  Photo Courtesy- Twitter
বাউন্ডারি যখন পেরিয়ে যাচ্ছে তখন তিনি বলটি ছুঁড়ে ফেলে দেন তারপর আবার বাউন্ডারি পেরিয়ে এসে ফের ক্যাচ ধরে নেন তিনি ৷ Photo Courtesy- Twitter
advertisement
5/5
রোহিতের এই ক্যাচ নিয়ে এখন অভিভূত নেটিজেনরা ৷ সকলেই মুগ্ঘ রোহিতের এই অসাধারণ ফিটনেস ও স্কিলে ৷ Photo Courtesy- Twitter
রোহিতের এই ক্যাচ নিয়ে এখন অভিভূত নেটিজেনরা ৷ সকলেই মুগ্ঘ রোহিতের এই অসাধারণ ফিটনেস ও স্কিলে ৷ Photo Courtesy- Twitter
advertisement
advertisement
advertisement