1/ 4


ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের কাউন্টডাউন শুরু হয়ে গেছে৷ অ্যাডিলেডে প্রথম টেস্ট ১৭ ডিসেম্বর৷ এই অবস্থায় ভারতীয় দলের প্রথম একাদশ কি হবে তা নিয়ে জোর লড়াই শুরু হয়ে গেছে৷ বিরাট কোহলির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে প্রথম একাদশে উইকেটরক্ষক হিসেবে কাকে খেলাবেন তিনি৷ ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ কার ভাগ্যে ছিঁড়বে টিকিট? Photo-File
2/ 4


প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকর সঞ্জয় মঞ্জেরকর কোনও রাখঢাক না করে তাঁর ভোট দিচ্ছেন ঋদ্ধিমান সাহাকে৷
3/ 4


নিজের যুক্তির হিসেব তাঁর সাফ কথা টেস্ট দলে সেই ক্রিকেটারেরই উইকেটরক্ষক হিসেবে সুযোগ পাওয়া উচিত যাঁর সেই স্কিল সেরা৷ তাঁর নয় যিনি ব্যাট হাতে ২০০ রান করেছেন, এরপরেই তিনি ঋদ্ধির নাম তাঁর পছন্দ হিসেবে ট্যুইট করেন৷