Ind vs Aus: প্রথম টেস্টে ঋদ্ধি না পন্থ, জোর লড়াইতে ক্রিকেটবোদ্ধারা!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পন্থ বনাম ঋদ্ধি -এবার লড়াই মুখোমুখি৷ এদিন অনুশীলন ম্যাচে অবশ্য উইকেটের পিছনে দেখা গেল পন্থকেই৷ আর ঋদ্ধি দেখা গেল ফিল্ডারের ভূমিকায়৷
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের কাউন্টডাউন শুরু হয়ে গেছে৷ অ্যাডিলেডে প্রথম টেস্ট ১৭ ডিসেম্বর৷ এই অবস্থায় ভারতীয় দলের প্রথম একাদশ কি হবে তা নিয়ে জোর লড়াই শুরু হয়ে গেছে৷ বিরাট কোহলির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে প্রথম একাদশে উইকেটরক্ষক হিসেবে কাকে খেলাবেন তিনি৷ ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ কার ভাগ্যে ছিঁড়বে টিকিট? Photo-File
advertisement
advertisement
advertisement