Couple Love: এই ক্রিকেটারকে ভালবেসে সাত সাগর পেরোলেন, ধর্মে ফারাক হতে পারেনি বাধা, ১৭ বছরের ছোট, তারপরেও হয়েছেন দ্বিতীয় পত্নী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Story: প্রেমে কী আর বয়স মানে, তাই এইরকমভাবে প্রেমও হয়ে যায়...
: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে- কে কোথা ধরা পড়ে কে জানে’- বিশ্বের অনেক ক্রিকেটারের প্রেমের গল্প বেশ মজার৷ আর এই প্রেমের গল্পগুলি জানতেও দারুণ আগ্রহ লাগে মানুষের৷ তারকা ক্রিকেটারের দ্বিতীয় বিয়ের গল্পও তেমনিই দারুণ৷ না তাঁর গার্লফ্রেন্ড দেখেছিলেন ধর্মের বিভেদ না দেখেছিলেন বয়সের পার্থক্য- আসলে প্রেম তো এমনিই বিষয়৷ Photo Representative (Meta AI)
advertisement
advertisement
advertisement
advertisement
ওয়াসিম আক্রম ২০১১ সালে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ধারাভাষ্য করতে। সেখানে তিনি সমাজকর্মী শানিরা থম্পসনের সঙ্গে দেখা করেন। প্রথম দেখাতেই দুজনে ভাল বন্ধু ছিলেন। এরপর দুজনেই বারবার দেখা করতে থাকেন। ওয়াসিম বুঝতে পেরেছিলেন যে তার জীবনে হুমার শূন্যতা যদি কেউ পূরণ করতে পারে তবে সে হবে শানাইরা। অবশেষে ২০১৩ সালে তাঁকে বিয়ের প্রস্তাব দেন ওয়াসিম।
advertisement
advertisement