Couple Love: এই ক্রিকেটারকে ভালবেসে সাত সাগর পেরোলেন, ধর্মে ফারাক হতে পারেনি বাধা, ১৭ বছরের ছোট, তারপরেও হয়েছেন দ্বিতীয় পত্নী

Last Updated:
Cricketer Love Story: প্রেমে কী আর বয়স মানে, তাই এইরকমভাবে প্রেমও হয়ে যায়...
1/7
: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে- কে কোথা ধরা পড়ে কে জানে’- বিশ্বের অনেক ক্রিকেটারের প্রেমের গল্প বেশ মজার৷ আর এই প্রেমের গল্পগুলি জানতেও দারুণ আগ্রহ লাগে মানুষের৷ তারকা ক্রিকেটারের দ্বিতীয় বিয়ের গল্পও তেমনিই দারুণ৷ না তাঁর গার্লফ্রেন্ড দেখেছিলেন ধর্মের বিভেদ না দেখেছিলেন বয়সের পার্থক্য- আসলে প্রেম তো এমনিই বিষয়৷ Photo Representative (Meta AI)
: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে- কে কোথা ধরা পড়ে কে জানে’- বিশ্বের অনেক ক্রিকেটারের প্রেমের গল্প বেশ মজার৷ আর এই প্রেমের গল্পগুলি জানতেও দারুণ আগ্রহ লাগে মানুষের৷ তারকা ক্রিকেটারের দ্বিতীয় বিয়ের গল্পও তেমনিই দারুণ৷ না তাঁর গার্লফ্রেন্ড দেখেছিলেন ধর্মের বিভেদ না দেখেছিলেন বয়সের পার্থক্য- আসলে প্রেম তো এমনিই বিষয়৷ Photo Representative (Meta AI)
advertisement
2/7
পাকিস্তানের প্রাক্তন তারকা জোরে বোলার ওয়াসিম আক্রমের গল্প একেবারেই অন্যরকমের। একদিকে এতে যেমন রয়েছে আবেগের স্রোত ঠিক তেমনিই এতে মজার আঙ্গিক রয়েছে৷  প্রথম স্ত্রীর মৃত্যুর পর, ওয়াসিম আক্রম তাঁর দেশ থেকে বহু দূরে অস্ট্রেলিয়ার একজন সমাজকর্মীকে বিয়ে করেন। Photo Representative
পাকিস্তানের প্রাক্তন তারকা জোরে বোলার ওয়াসিম আক্রমের গল্প একেবারেই অন্যরকমের। একদিকে এতে যেমন রয়েছে আবেগের স্রোত ঠিক তেমনিই এতে মজার আঙ্গিক রয়েছে৷  প্রথম স্ত্রীর মৃত্যুর পর, ওয়াসিম আক্রম তাঁর দেশ থেকে বহু দূরে অস্ট্রেলিয়ার একজন সমাজকর্মীকে বিয়ে করেন। Photo Representative
advertisement
3/7
ওয়াসিম আক্রমের বয়স যখন ৩০ বছর তখন তিনি বিয়ে করেছিলেন পাকিস্তানেরই মেয়ে হুমাকে। ১৯৯৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি৷ কিন্তু কয়েক বছরের দাম্পত্য কাটানোর পর আসে দুঃসময়ের কালো ছায়া৷  হুমা অসুস্থ হয়ে পড়ে।
ওয়াসিম আক্রমের বয়স যখন ৩০ বছর তখন তিনি বিয়ে করেছিলেন পাকিস্তানেরই মেয়ে হুমাকে। ১৯৯৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি৷ কিন্তু কয়েক বছরের দাম্পত্য কাটানোর পর আসে দুঃসময়ের কালো ছায়া৷  হুমা অসুস্থ হয়ে পড়ে।
advertisement
4/7
২০০৯ সালে এই পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন হুমা। এরপর আক্রম ভেঙে পড়েন এবং ভীষণ একাকীত্ব বোধ করতেন। কিন্তু কয়েক বছর পর দ্বিতীয়বার প্রেমরঙে ভরে যায়৷
২০০৯ সালে এই পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন হুমা। এরপর আক্রম ভেঙে পড়েন এবং ভীষণ একাকীত্ব বোধ করতেন। কিন্তু কয়েক বছর পর দ্বিতীয়বার প্রেমরঙে ভরে যায়৷
advertisement
5/7
ওয়াসিম আক্রম ২০১১ সালে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ধারাভাষ্য করতে। সেখানে তিনি সমাজকর্মী শানিরা থম্পসনের সঙ্গে দেখা করেন। প্রথম দেখাতেই দুজনে ভাল বন্ধু ছিলেন। এরপর দুজনেই বারবার দেখা করতে থাকেন। ওয়াসিম বুঝতে পেরেছিলেন যে তার জীবনে হুমার শূন্যতা যদি কেউ পূরণ করতে পারে তবে সে হবে শানাইরা। অবশেষে ২০১৩ সালে তাঁকে বিয়ের প্রস্তাব দেন ওয়াসিম।
ওয়াসিম আক্রম ২০১১ সালে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ধারাভাষ্য করতে। সেখানে তিনি সমাজকর্মী শানিরা থম্পসনের সঙ্গে দেখা করেন। প্রথম দেখাতেই দুজনে ভাল বন্ধু ছিলেন। এরপর দুজনেই বারবার দেখা করতে থাকেন। ওয়াসিম বুঝতে পেরেছিলেন যে তার জীবনে হুমার শূন্যতা যদি কেউ পূরণ করতে পারে তবে সে হবে শানাইরা। অবশেষে ২০১৩ সালে তাঁকে বিয়ের প্রস্তাব দেন ওয়াসিম।
advertisement
6/7
ওয়াসিম যখন তাকে প্রস্তাব দেন তখন তাঁর বয়স ছিল ৪৭ বছর, যেখানে শানাইরার বয়স ছিল মাত্র ৩০ বছর। তার মানে দুজনের মধ্যে ১৭ বছরের পার্থক্য ছিল। তবে এতে কোনও সমস্যা হয়নি শানাইরার। সে সুখেই ওয়াসিমকে বিয়ে করে।
ওয়াসিম যখন তাকে প্রস্তাব দেন তখন তাঁর বয়স ছিল ৪৭ বছর, যেখানে শানাইরার বয়স ছিল মাত্র ৩০ বছর। তার মানে দুজনের মধ্যে ১৭ বছরের পার্থক্য ছিল। তবে এতে কোনও সমস্যা হয়নি শানাইরার। সে সুখেই ওয়াসিমকে বিয়ে করে।
advertisement
7/7
তাদের দুজনেরই বিয়ে হয়েছে ইসলাম ধর্ম অনুসারে। ঠিক এক বছর পরে, তাদের একটি কন্যা ছিল যার নাম তারা আয়লা রাখে। এছাড়া ওয়াসিমের প্রথম স্ত্রী থেকে আরও ৩টি সন্তান রয়েছে।
তাদের দুজনেরই বিয়ে হয়েছে ইসলাম ধর্ম অনুসারে। ঠিক এক বছর পরে, তাদের একটি কন্যা ছিল যার নাম তারা আয়লা রাখে। এছাড়া ওয়াসিমের প্রথম স্ত্রী থেকে আরও ৩টি সন্তান রয়েছে।
advertisement
advertisement
advertisement