Chandrakant Pandit: কড়া কোচ! মধ্যপ্রদেশকে রনজি চ্যাম্পিয়ন করা চন্দ্রকান্ত পণ্ডিতকে চেনেন?

Last Updated:
Chandrakant Pandit Gets Emotional: গত ৬ বছর ধরে যে দল রঞ্জির শেষ চারে উঠতে পারত না, তারা এবার চ্যাম্পিয়ন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কামাল করলেন।
1/6
মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির শিরোপা জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। মাঠে নামার পর তাঁক চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। মধ্যপ্রদেশের ক্রিকেটাররা তাঁকে কাঁধে তুলে নেন। আবেগ ধরে রাখতে পারেননি কড়া কোচ পণ্ডিত।
মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির শিরোপা জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। মাঠে নামার পর তাঁক চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। মধ্যপ্রদেশের ক্রিকেটাররা তাঁকে কাঁধে তুলে নেন। আবেগ ধরে রাখতে পারেননি কড়া কোচ পণ্ডিত।
advertisement
2/6
কড়া কোচ হিসেবে তাঁর বদনাম রয়েছে। প্রচণ্ড শৃঙ্খলাপরায়ণ। আর সেই বদনামই তাঁকে শেষ পর্যন্ত সাফল্য এনে দিল। তাঁর কড়া মনোভাব মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করল।
কড়া কোচ হিসেবে তাঁর বদনাম রয়েছে। প্রচণ্ড শৃঙ্খলাপরায়ণ। আর সেই বদনামই তাঁকে শেষ পর্যন্ত সাফল্য এনে দিল। তাঁর কড়া মনোভাব মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করল।
advertisement
3/6
চন্দ্রকান্ত পণ্ডিত বলছিলেন, ২৩ বছর আগে এখানে একটা কিছু ছেড়ে গিয়েছিলাম। ক্যাপ্টেন হিসেবে পারিনি সেদিন। আজ কোচ হয়ে পারলাম। জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটা।
চন্দ্রকান্ত পণ্ডিত বলছিলেন, ২৩ বছর আগে এখানে একটা কিছু ছেড়ে গিয়েছিলাম। ক্যাপ্টেন হিসেবে পারিনি সেদিন। আজ কোচ হয়ে পারলাম। জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটা।
advertisement
4/6
মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন। সেই মধ্যপ্রদেশের হয়েই কোচিং। চন্দ্রকান্ত পণ্ডিত বলছিলেন, আমি এমন চাকরি খুঁজছিলাম যাতে চ্যালেঞ্জ আছে। এই দলে বেশিরভাগ ক্রিকেটার কমবয়সী। আমি মধ্যপ্রদেশে ক্রিকেটের পরিবেশ তৈরি করতে চাই।
মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন। সেই মধ্যপ্রদেশের হয়েই কোচিং। চন্দ্রকান্ত পণ্ডিত বলছিলেন, আমি এমন চাকরি খুঁজছিলাম যাতে চ্যালেঞ্জ আছে। এই দলে বেশিরভাগ ক্রিকেটার কমবয়সী। আমি মধ্যপ্রদেশে ক্রিকেটের পরিবেশ তৈরি করতে চাই।
advertisement
5/6
গত ৬ বছর ধরে মধ্যপ্রদেশ রঞ্জির শেষ চারে উঠতে হিমশিম খেয়েছে। এবার চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে তারাই চ্যাম্পিয়ন। এই জয় মধ্যপ্রদেশের মানুষকে উত্সর্গ করেছেন কোচ।
গত ৬ বছর ধরে মধ্যপ্রদেশ রঞ্জির শেষ চারে উঠতে হিমশিম খেয়েছে। এবার চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে তারাই চ্যাম্পিয়ন। এই জয় মধ্যপ্রদেশের মানুষকে উত্সর্গ করেছেন কোচ।
advertisement
6/6
মধ্যপ্রদেশের ক্যাপ্টেন আদিত্য শ্রীবাস্তবের প্রশংসা করেছেন কোচ পণ্ডিত। তিনি বলেছেন, আদিত্য যেটা পরিকল্পনা করে সেটা মাঠে প্রয়োগ করতে ভয় পায় না। এটাই ওর সব থেকে ভাল দিক।
মধ্যপ্রদেশের ক্যাপ্টেন আদিত্য শ্রীবাস্তবের প্রশংসা করেছেন কোচ পণ্ডিত। তিনি বলেছেন, আদিত্য যেটা পরিকল্পনা করে সেটা মাঠে প্রয়োগ করতে ভয় পায় না। এটাই ওর সব থেকে ভাল দিক।
advertisement
advertisement
advertisement