Brian Lara On Umran Malik: বড় সার্টিফিকেট! উমরান মালিককে কিংবদন্তি পেসারের সঙ্গে তুলনা ব্রায়ান লারার

Last Updated:
Brian Lara On Umran Malik: ব্রায়ান লারার থেকে এমন প্রশংসা। চাট্টিখানি কথা নয় কিন্তু! উমরান মালিক সত্যিই কামাল করছেন।
1/6
১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং। তার উপর লাগাতর উইকেট তুলে নিচ্ছেন। আইপিএল ২০২২- এর সেরা আবিষ্কার উমরান মালিক।
১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং। তার উপর লাগাতর উইকেট তুলে নিচ্ছেন। আইপিএল ২০২২- এর সেরা আবিষ্কার উমরান মালিক।
advertisement
2/6
ভারতীয় দলের প্রাক্তনদের মধ্যে অনেকে উমরানকে ভবিষ্যতের তারকা বলছেন। এবার বিশ্ব ক্রিকেটের অনেক তারকারও নজর পড়েছে ভারতীয় পেসারের উপর।
ভারতীয় দলের প্রাক্তনদের মধ্যে অনেকে উমরানকে ভবিষ্যতের তারকা বলছেন। এবার বিশ্ব ক্রিকেটের অনেক তারকারও নজর পড়েছে ভারতীয় পেসারের উপর।
advertisement
3/6
ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবার উমরান মালিকের প্রশংসা করেছেন। তিনি কিংবদন্তি  পেসারের সঙ্গে উমরানের তুলনা করেছেন।
ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবার উমরান মালিকের প্রশংসা করেছেন। তিনি কিংবদন্তি পেসারের সঙ্গে উমরানের তুলনা করেছেন।
advertisement
4/6
লারা বলেছেন, ও আমাকে আমার খেলার সময়ের কথা মনে করিয়ে দেয়। আমার কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের সব গ্রেট প্লেয়াররা খেলেছে। স্যর ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস..আরও অনেকে। বিভিন্ন ধরনের বোলার ছিল। কিন্তু ও আমাকে ফিদেল এডওয়ার্ডসের অনেক কথা মনে করিয়ে দেয়।
লারা বলেছেন, ও আমাকে আমার খেলার সময়ের কথা মনে করিয়ে দেয়। আমার কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের সব গ্রেট প্লেয়াররা খেলেছে। স্যর ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস..আরও অনেকে। বিভিন্ন ধরনের বোলার ছিল। কিন্তু ও আমাকে ফিদেল এডওয়ার্ডসের অনেক কথা মনে করিয়ে দেয়।
advertisement
5/6
লারা আরও বলেছেন, ও খুব দ্রুত গতিতে বোলং করে। আমি আশা করি ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে। তবে ওকে মনে রাখতে হবে, অনেক ব্যাটার পেস বোলিংকে ভয় পায় না। তাই উমরানকে বোলিংয়ে অনেক বৈচিত্র আনতে হবে।
লারা আরও বলেছেন, ও খুব দ্রুত গতিতে বোলং করে। আমি আশা করি ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে। তবে ওকে মনে রাখতে হবে, অনেক ব্যাটার পেস বোলিংকে ভয় পায় না। তাই উমরানকে বোলিংয়ে অনেক বৈচিত্র আনতে হবে।
advertisement
6/6
২০২১ আইপিএলে সানরাইজার্স উমরানকে বেশি ম্যাচে খেলার সুযোগ দেয়নি। এবার আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি।
২০২১ আইপিএলে সানরাইজার্স উমরানকে বেশি ম্যাচে খেলার সুযোগ দেয়নি। এবার আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement