বিশ্বকাপে হারের ক্ষতে প্রলেপ লাগাতে সফল নেইমাররা

Last Updated:
স্বয়ং ঈশ্বরই যেন রক্ষা করছিলেন সেলেকাওদের গোলপোস্ট।
1/6
ফাইনালে ওঠার পর ব্রাজিলীয় ডিফেন্ডার ডগলাস স্যান্টোস জানিয়েছিলেন, জার্মানির বিরুদ্ধে ফাইনালটাকে তাঁরা বদলার ম্যাচ হিসাবে দেখছেন না। দেখছেন ঈশ্বরের দেওয়া দ্বিতীয় সুযোগ হিসাবে।ফুটবল ঈশ্বর যে তাঁর অন্যতম প্রিয় সন্তানদের দেশকে দ্বিতীয়বার বঞ্চিত করতে চাননি, তার প্রমাণ পেল শনিবার রাতের মারাকানা।
ফাইনালে ওঠার পর ব্রাজিলীয় ডিফেন্ডার ডগলাস স্যান্টোস জানিয়েছিলেন, জার্মানির বিরুদ্ধে ফাইনালটাকে তাঁরা বদলার ম্যাচ হিসাবে দেখছেন না। দেখছেন ঈশ্বরের দেওয়া দ্বিতীয় সুযোগ হিসাবে।ফুটবল ঈশ্বর যে তাঁর অন্যতম প্রিয় সন্তানদের দেশকে দ্বিতীয়বার বঞ্চিত করতে চাননি, তার প্রমাণ পেল শনিবার রাতের মারাকানা।
advertisement
2/6
স্বয়ং ঈশ্বরই যেন রক্ষা করছিলেন সেলেকাওদের গোলপোস্ট। কখনও ক্রস পিস তো কখনও বার হয়ে রুখে দিচ্ছিলেন মুহুর্মুহু জার্মান আক্রমণ।যার শেষটা হল নেইমার ডি স্যান্টোসের পা থেকে।
স্বয়ং ঈশ্বরই যেন রক্ষা করছিলেন সেলেকাওদের গোলপোস্ট। কখনও ক্রস পিস তো কখনও বার হয়ে রুখে দিচ্ছিলেন মুহুর্মুহু জার্মান আক্রমণ।যার শেষটা হল নেইমার ডি স্যান্টোসের পা থেকে।
advertisement
3/6
নিজের দেশে বিশ্বকাপ সেমিফাইনালে মুখ পুড়েছিল নেইমারদের ৷ ১-৭ গোলে হার হয়তো কোনওদিনই ব্রাজিলের ফুটবলপ্রেমীরা হজম করতে পারবেন না ৷ করাটা সম্ভবও নয় ৷ কিন্তু সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ হয়তো রবিবার লাগাতে সফল সেলেকাওরা ৷
নিজের দেশে বিশ্বকাপ সেমিফাইনালে মুখ পুড়েছিল নেইমারদের ৷ ১-৭ গোলে হার হয়তো কোনওদিনই ব্রাজিলের ফুটবলপ্রেমীরা হজম করতে পারবেন না ৷ করাটা সম্ভবও নয় ৷ কিন্তু সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ হয়তো রবিবার লাগাতে সফল সেলেকাওরা ৷
advertisement
4/6
advertisement
5/6
advertisement
6/6
advertisement
advertisement
advertisement