Dani Alves: জেলেই প্রাণনাশের আশঙ্কা ধর্ষণে অভিযুক্ত দানি আলভাসের, কারণটা কী

Last Updated:
Dani Alves: কাতার বিশ্বতকাপেও ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অভিজ্ঞ দানি আলভেস। কিন্তু বিশ্বকাপের পরই ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন তারকা ফুটবলার। এবাপ প্রাণনাশের আশঙ্কায় দানি আলভেস।
1/6
বার্সেলোনার একটি পানশালায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেস। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তারকা ফুটবলারকে।
বার্সেলোনার একটি পানশালায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেস। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তারকা ফুটবলারকে।
advertisement
2/6
কিন্তু ধর্ষণে অভিযুক্ত ধৃত দানি আলভেস এবার নিজেই ভুগছেন প্রাণনাশের আশঙ্কায়। সুরক্ষার কারণে ব্রাজিলের তকারকা ফুটবলারকে সরিয়ে নিয়ে যাওয়া হল অন্য জেলে।
কিন্তু ধর্ষণে অভিযুক্ত ধৃত দানি আলভেস এবার নিজেই ভুগছেন প্রাণনাশের আশঙ্কায়। সুরক্ষার কারণে ব্রাজিলের তকারকা ফুটবলারকে সরিয়ে নিয়ে যাওয়া হল অন্য জেলে।
advertisement
3/6
যেই জেলে রাখ হয়েছিল আলভেসকে সেখানে ২০০-র বেশি বন্দি। আর সকলেই নানা হিংসাত্মক অপরাধের সঙ্গে যুক্ত। তাই জেলের পরিবেশ ঠিক ছিল না। বন্দিরা নিজেদের মধ্যে মারপিঠ করত।
যেই জেলে রাখ হয়েছিল আলভেসকে সেখানে ২০০-র বেশি বন্দি। আর সকলেই নানা হিংসাত্মক অপরাধের সঙ্গে যুক্ত। তাই জেলের পরিবেশ ঠিক ছিল না। বন্দিরা নিজেদের মধ্যে মারপিঠ করত।
advertisement
4/6
সেই জেলে তিন দিন কাটিয়েছিলেন দানি আলভেস। বড়সড় কোনও ঝামেলা না হলেও আলভাসের সঙ্গে অন্য বন্দিদের ঝামেলা লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলে প্রাণনাশের আশঙ্কা ছিল ফুটবলারের।
সেই জেলে তিন দিন কাটিয়েছিলেন দানি আলভেস। বড়সড় কোনও ঝামেলা না হলেও আলভাসের সঙ্গে অন্য বন্দিদের ঝামেলা লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলে প্রাণনাশের আশঙ্কা ছিল ফুটবলারের।
advertisement
5/6
আলভাসের মামলা যেহেতু এখনও বিচারাধীন। তাই তারকা ফুটবলারের নিরাপত্তার কারণে তাকে স্পেনের অন্যত্র একটি ছোট জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে মাত্র ৮০ জন বন্দি রয়েছে।
আলভাসের মামলা যেহেতু এখনও বিচারাধীন। তাই তারকা ফুটবলারের নিরাপত্তার কারণে তাকে স্পেনের অন্যত্র একটি ছোট জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে মাত্র ৮০ জন বন্দি রয়েছে।
advertisement
6/6
অন্যদিকে আলভাসের পরিবার তাকে জেল থেকে বার করে আনার জন্য কোনও খামতি রাখছেন না। নতুন আইনজীবির সঙ্গেও পরামর্শ করেছেন তারকা ফুটবলারের পরিবার।
অন্যদিকে আলভাসের পরিবার তাকে জেল থেকে বার করে আনার জন্য কোনও খামতি রাখছেন না। নতুন আইনজীবির সঙ্গেও পরামর্শ করেছেন তারকা ফুটবলারের পরিবার।
advertisement
advertisement
advertisement