Neena Gupta Love Story: 'মা হচ্ছি', বিয়ের আগেই ভিভকে জানান নীনা! ভিভের যা জবাব ছিল, আশাই করেননি

Last Updated:
অভিনেত্রী নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী। একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি।
1/6
সিনে জগতে তাঁর কেরিয়ারের শুরু আটের দশকে। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা। সেই সময়ের জনপ্রিয় মুখ তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল প্রচারের আলোয়। কারণ একটাই, ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! বিয়ের আগে মা হন তিনি!
সিনে জগতে তাঁর কেরিয়ারের শুরু আটের দশকে। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা। সেই সময়ের জনপ্রিয় মুখ তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল প্রচারের আলোয়। কারণ একটাই, ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! বিয়ের আগে মা হন তিনি!
advertisement
2/6
অবিনেত্রী নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী। একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি। বরং সন্তানকে আঁকড়েই ছিলেন সব সময়। কখনও সিঙ্গল মাদার হতে ভয় পাননি তিনি। আজ মাদার্স ডে-তে তাই তাঁর সংগ্রামের কথা তুলে ধরব আমরা।
অভিনেত্রী নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী। একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি। বরং সন্তানকে আঁকড়েই ছিলেন সব সময়। কখনও সিঙ্গল মাদার হতে ভয় পাননি তিনি। আজ মাদার্স ডে-তে তাই তাঁর সংগ্রামের কথা তুলে ধরব আমরা।
advertisement
3/6
অনেকেই হয়তো জানেন, ১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার প্রেমে পড়েন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনিও নীনাকে বিয়ে করার আগেই বাবা হন। তাঁদের মেয়ের নাম মাশাবা। নীনা-ভিভের প্রেমের গল্প প্রায় সবারই জানা। তবে নীনার মা হওয়ার যাত্রাটা অনেকেরই অজানা। একটা সময় বিয়ের আগে মা হওয়া নিয়ে বেশ টেনশনে ছিলেন নীনা। আত্মজীবনী ‘সচ কহুঁ তো’-তে নীনা হবু মা হিসাবে তাঁর সেই সময়ের অনুভূতি ও সিদ্ধান্তহীনতার কথা লিখেছেন।
অনেকেই হয়তো জানেন, ১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার প্রেমে পড়েন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনিও নীনাকে বিয়ে করার আগেই বাবা হন। তাঁদের মেয়ের নাম মাশাবা। নীনা-ভিভের প্রেমের গল্প প্রায় সবারই জানা। তবে নীনার মা হওয়ার যাত্রাটা অনেকেরই অজানা। একটা সময় বিয়ের আগে মা হওয়া নিয়ে বেশ টেনশনে ছিলেন নীনা। আত্মজীবনী ‘সচ কহুঁ তো’-তে নীনা হবু মা হিসাবে তাঁর সেই সময়ের অনুভূতি ও সিদ্ধান্তহীনতার কথা লিখেছেন।
advertisement
4/6
নীনা বলেছেন, মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি। জানালাম, তুমি না চাইলেও আমি মা হতে চাই। সবটা একাই সামলে নেব। তবে তার পর মনে হল, এই সিদ্ধান্ত আমার একার হতে পারে না। অবশ্যই এই সন্তানে আরেকজনের অধিকার আছে। ভিভিয়ানের। তাই একদিন ওকে সাহস করে ফোন করলাম। জানালাম সবটা।
নীনা বলেছেন, মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি। জানালাম, তুমি না চাইলেও আমি মা হতে চাই। সবটা একাই সামলে নেব। তবে তার পর মনে হল, এই সিদ্ধান্ত আমার একার হতে পারে না। অবশ্যই এই সন্তানে আরেকজনের অধিকার আছে। ভিভিয়ানের। তাই একদিন ওকে সাহস করে ফোন করলাম। জানালাম সবটা।
advertisement
5/6
নীনা বলেন, ভিভ কেমন প্রতিক্রিয়া জানাবে, তা সম্পর্কে নিশ্চিত ছিলাম না। তবে ওর কথা শুনে মনে হয়েছিল খুশিই হয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম, এই সন্তানের জন্ম আমি দিতে চাই। তোমার কী কোনও সমস্যা আছে! ভিভ বলেছিল, তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে ঠিক।
নীনা বলেন, ভিভ কেমন প্রতিক্রিয়া জানাবে, তা সম্পর্কে নিশ্চিত ছিলাম না। তবে ওর কথা শুনে মনে হয়েছিল খুশিই হয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম, এই সন্তানের জন্ম আমি দিতে চাই। তোমার কী কোনও সমস্যা আছে! ভিভ বলেছিল, তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে ঠিক।
advertisement
6/6
নীনা আরও বলেন, আমি আসলে সন্তানের মা হতে চেয়েছিলাম। তবে এটাও ভাবছিলাম, এই নিয়ে আমার সঙ্গে ভিভের যেন কোনও মতানৈক্য না হয়। দেখলাম, ও আমার সিদ্ধান্তকে স্বাগত জানালাম। তাতে আমি মা হওয়ার ব্যাপারে এগিয়ে যেতে সাহস পেলাম।
নীনা আরও বলেন, আমি আসলে সন্তানের মা হতে চেয়েছিলাম। তবে এটাও ভাবছিলাম, এই নিয়ে আমার সঙ্গে ভিভের যেন কোনও মতানৈক্য না হয়। দেখলাম, ও আমার সিদ্ধান্তকে স্বাগত জানালাম। তাতে আমি মা হওয়ার ব্যাপারে এগিয়ে যেতে সাহস পেলাম।
advertisement
advertisement
advertisement