বৈভব-ইশানের থেকেও ভয়ঙ্কর! ৩২ বলে সেঞ্চুরি করে সব রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ব্যাটার

Last Updated:
Sakibul Gani smashes 32 ball Century fastest by Indian in List A cricket: বিজয় হাজারে ট্রফিতে একইদিনে একের পর এক রেকর্ডের ছড়াছড়ি। বৈভব সূর্যবংশী, ইশান কিশানের এবার ৩২ বলে সেঞ্চুরি করলেন সাকিবুল গনি।
1/5
বিজয় হাজারে ট্রফিতে একইদিনে একের পর এক রেকর্ডের ছড়াছড়ি। প্রথনে ৩৬ বলে শতরান করেন বৈভব সূর্যবংশী। তারপর ৩৩ বলে সেঞ্চুরি করেন ইশান কিশান। এই রেকর্ড টিকল না বেশি সময়। এবার ৩২ বলে সেঞ্চুরি করলেন সাকিবুল গনি।
বিজয় হাজারে ট্রফিতে একইদিনে একের পর এক রেকর্ডের ছড়াছড়ি। প্রথনে ৩৬ বলে শতরান করেন বৈভব সূর্যবংশী। তারপর ৩৩ বলে সেঞ্চুরি করেন ইশান কিশান। এই রেকর্ড টিকল না বেশি সময়। এবার ৩২ বলে সেঞ্চুরি করলেন সাকিবুল গনি।
advertisement
2/5
বিহার ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় দিন তৈরি হলো বুধবার, ২৪ ডিসেম্বর। রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে লিস্ট এ ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়ে ফেলেন বিহারের ব্যাটাররা। এই ম্যাচে বিহার দল লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত রানের নজির স্থাপন করে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তোলে বিহার।
বিহার ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় দিন তৈরি হলো বুধবার, ২৪ ডিসেম্বর। রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে লিস্ট এ ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়ে ফেলেন বিহারের ব্যাটাররা। এই ম্যাচে বিহার দল লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত রানের নজির স্থাপন করে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তোলে বিহার।
advertisement
3/5
এই ঐতিহাসিক কীর্তির কেন্দ্রে ছিলেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি। মাত্র ৩২ বলে শতরান পূর্ণ করে তিনি লিস্ট এ ক্রিকেটে একজন ভারতীয় হিসেবে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন। তাঁর বিধ্বংসী ইনিংসে ছিল ১০টি চার ও ১২টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি ৪০ বলে অপরাজিত ১২৮ রান করে দলের বিশাল স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই ঐতিহাসিক কীর্তির কেন্দ্রে ছিলেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি। মাত্র ৩২ বলে শতরান পূর্ণ করে তিনি লিস্ট এ ক্রিকেটে একজন ভারতীয় হিসেবে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন। তাঁর বিধ্বংসী ইনিংসে ছিল ১০টি চার ও ১২টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি ৪০ বলে অপরাজিত ১২৮ রান করে দলের বিশাল স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
advertisement
4/5
এর আগেই দলের ভিত গড়ে দেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করেন এবং ডাবল সেঞ্চুরি থেকে সামান্য দূরে থেকে ৮৪ বলে ১৯০ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা, যা ম্যাচের গতি পুরোপুরি বিহারের পক্ষে নিয়ে যায়।
এর আগেই দলের ভিত গড়ে দেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করেন এবং ডাবল সেঞ্চুরি থেকে সামান্য দূরে থেকে ৮৪ বলে ১৯০ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা, যা ম্যাচের গতি পুরোপুরি বিহারের পক্ষে নিয়ে যায়।
advertisement
5/5
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরকারি ভারতীয় ব্যাটারদের তালিকা: ৩২ বল: সাকিবুল গনি (বিহার), ৩৩ বল: ঈশান কিশান (ঝাড়খণ্ড), ৩৫ বল: অনমোলপ্রীত সিং (পাঞ্জাব), ৩৬ বল: বৈভব সূর্যবংশী (বিহার), ৪০ বল: ইউসুফ পাঠান (বরোদা), ৪১ বল: উরভিল প্যাটেল (গুজরাট), ৪২ বল: অভিষেক শর্মা (পাঞ্জাব)
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরকারি ভারতীয় ব্যাটারদের তালিকা: ৩২ বল: সাকিবুল গনি (বিহার), ৩৩ বল: ঈশান কিশান (ঝাড়খণ্ড), ৩৫ বল: অনমোলপ্রীত সিং (পাঞ্জাব), ৩৬ বল: বৈভব সূর্যবংশী (বিহার), ৪০ বল: ইউসুফ পাঠান (বরোদা), ৪১ বল: উরভিল প্যাটেল (গুজরাট), ৪২ বল: অভিষেক শর্মা (পাঞ্জাব)
advertisement
advertisement
advertisement